বহু বিতর্কের পর অবশেষে মুক্তি পাচ্ছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত 'পদ্মাবত' (পদ্মাবতীর পরিবর্তিত নাম পদ্মাবত)।মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ জানুয়ারি। এ দিন মুক্তি দেওয়া হবে অক্ষয় কুমারের 'প্যাডম্যান'। একই দিনে 'পদ্মাবত' ছবির মুক্তি নিয়েই ক্ষেপেছেন এই বলিউড অভিনেতা।
একটি সূত্রের বরাত দিয়ে জি-নিউজের খবরে বলা হয়েছে, ইতোমধ্যে বনশালির কাছে 'পদ্মাবত'র মুক্তির দিন পরিবর্তন করার অনুরোধ জানিয়েছেন অক্ষয়। তবে এই অনুরোধ তারা রাখতে পারছেন না বলেই জানিয়ে দিয়েছেন বনশালি।
অবশ্য শেষ পর্যন্ত অক্ষয় বলেলছেন, সব সিনেমার নিজের পছন্দ মতো দিনে মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। আমি 'প্যাডম্যান' এবং 'পদ্মাবত' দু'টোর মুক্তি নিয়েই খুশি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের