kalerkantho


গত সপ্তাহে বাজারে এসেছে অল্প বাজেটের দুটো দুর্দান্ত স্মার্টফোন

কালের কণ্ঠ অনলাইন   

২৮ আগস্ট, ২০১৭ ১২:১৬গত সপ্তাহে বাজারে এসেছে অল্প বাজেটের দুটো দুর্দান্ত স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি নোট ৮ ছিল গত সপ্তাহে বিশ্ববাজারে আসা সবচেয়ে হাই প্রোফাইল স্মার্টফোন। এছাড়াও আরো পাঁচটি কম্পানির নতুন ফোন এসেছে বাজারে।

মেইজু এর প্রথম কোয়ালকম স্ন্যাপড্রগন প্রসেসর যুক্ত এম ৬ নোট বাজারে ছেড়েছে অবশেষে। ইয়োটা এনেছে এর তৃতীয় ডুয়ালস্ক্রিন ফোন ইয়োটা ফোন ৩। এটির দাম একটু বেশি। বাংলাদেশি টাকায় এর দাম পড়বে ৩০ হাজার টাকার বেশি।

আর শিয়াওমির নোট পরিবারের সবচেয়ে কম দামের স্মার্টফোন রেডিমি নোট ৫ এ ও এসেছে। অ্যালকাটেল এনেছে ইউ৫ এইচডি। আর জিওনি অবশেষে এক্স ওয়ান নামের একটি এন্ট্রি লেভেলের ডিভাইস এনেছে।

এই ফোনগুলোর মধ্যে অল্প বাজেটের সেরা ফোন দুটি হলো মেইজু এম৬ নোট এবং শিয়াওমি রেডিমি নোট ৫এ।

আসুন দেখে নেওয়া যাক মধ্যম বাজেটের নতুন এই দুর্দান্ত দুটি স্মার্টফোনে কী আছে।

১. মেইজু এম৬ নোট
>৫.৫ ইঞ্চি আইপিএস এলসিডি ১০৮০x১৯২০ পিক্সেল টাচস্ক্রিন ডিসপ্লে
>অ্যান্ড্রয়েড ৭.১.২ নৌগাট অপারেটিং সিস্টেম
>কোয়ালকম এমএসএম৮৯৫৩ ৬২৫, অক্টা-কোর ২.০ গিগাহাটজ করটেক্স-এ৫৩ প্রসেসর
>৩ গিগাবাইট র‌্যাম সাথে ১৬/৩২ গিগাবাইট স্টোরেজ অথবা ৪ গিগাবাইট র‌্যামে সাথে ৬৪ গিগাবাইট স্টোরেজ, ২৫৬ গিগাবাইট পর্যন্ত আলাদা মেমোরি স্টোরেজ যুক্ত করা যাবে
>ডুয়াল ১২ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল, এফ/১.৯. ফেজ ডিটেকশন অটোফোকাস, কোয়াড-এলইডি (ডুয়াল টোন) ফ্ল্যাশ প্রাইমারি ক্যামেরা
> ১৬ মেগা পিক্সেল, এফ/২.০, ১০৮০ পিক্সেল সেকেন্ডারি ক্যামেরা
>ফিঙ্গার প্রিন্ট প্রসেসর
>ডুয়াল সিম

বাংলাদেশে ফোনটির দাম পড়বে ১৬ থেকে ১৮ হাজার টাকা।

২. শিয়াওমি রেডিমি নোট ৫এ
>৫.৫ ইঞ্চি আইপিএস এলসিডি টাচস্ক্রিন, ১৬এম কালারস, ৭২০x১২৮০ পিক্সেল ডিসপ্লে
>অ্যান্ড্রয়েড ৭.০ নৌগাট অপারেটিং সিস্টেম
>কোয়ালকম এমএসএম৮৯১৭ স্ন্যাপড্রাগন ৪২৫ কোয়াডকোর করটেক্স-এ৫৩ প্রসেসর
>২ গিগাবাইট র‌্যাম, ১৬ গিগাবাইট স্টোরেজ, ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি স্টোরেজ যুক্ত করা যাবে
>১৩ মেগাপিক্সেল, এফ/২.২, ফেজ ডিটেকশন অটোফোকাস, এলইডি ফ্ল্যাশ প্রাইমারি ক্যামেরা
>৫ মেগাপিক্সেল, এফ/২.০ সেকেন্ডারি ক্যামেরা

বাংলাদেশে ফোনটির দাম পড়বে ১৩ থেকে ১৫ হাজার টাকা।

সূত্র: জিএসএম অ্যারেনা


মন্তব্য