ছবি: ইন্টারনেট থেকে
বাজারে আসছে স্যামসাংয়ের এক নতুন চমক। আকর্ষণীয় ফিচার নিয়ে এটি আসতে চলেছে বাজারে৷ গ্যালাক্সির জগতে আরো এক নতুন স্মার্ট সংযোজন৷ S8 এবং S8+ এর থেকে এটির ডিজাইন একেবারেই আলাদা এবং এটি আগের থেকে দুর্দান্ত বেশ কিছু অফার নিয়ে গ্রাহকদের চমক দিতে আসছে। একনজরে দেখে নিন কি কি ফিচার রয়েছে এই মোবাইলটিতে-
১) ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকছে
২) ৫.৮ইঞ্চি ডিসপ্লে S9র, S9+ র ৬.১ ইঞ্চি ডিসপ্লে
৩) থ্রি ডি সেন্সর ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল রিয়ার ক্যামেরা
৪) ৩২০০ মেগাহার্ৎজ ব্যাটারি
৫) অ্যান্ড্রোয়েড অরিও
৬) Qualcomm Snapdragon 845 প্রসেসর
৭) এই ফোনটির সম্ভাব্য দাম হতে পারে ৬৬,৬২২ টাকা
২০১৮-র ফেব্রুয়ারিতে এই ফোনটি লঞ্চ হতে পারে। যদিও মনে করা হচ্ছে আগামী মার্চ মাসের আগে এই ফোনটি লঞ্চ হবে না। স্যামসাংয়ের তরফে জানানো হচ্ছে, এই ফোনটিতে বেশ কিছু সফটওয়ার রয়েছে যেগুলি অ্যাপেলেও রয়েছে। সূত্র: কলকাতা
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের