নতুন বছরে বিশ্বব্যাপী জনপ্রিয় শাওমি স্মার্টফোনের ফ্ল্যাগশিপটি হবে এমআই ৭। এটা অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে প্রথমবারের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বাদ দিতে চলেছে। কারণ তারা আইফোনের মতো ফেসিয়াল রিকগনিশন যোগ করতে যাচ্ছে। নতুন এক প্রতিবেদনে বলা হয়, আসছে শাওমি এমআই৭-এ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি দেওয়া হচ্ছে। এমনও বলা হচ্ছে, এ ফোনের ত্রিমাত্রিক ফেস সেন্সিং প্রযুক্তি বসানো হবে। অন্য এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। তবে তা দেখা যাবে ডিসপ্লেতে।
আরো পড়ুন আসছে নোকিয়ার সবচেয়ে কম দামের স্মার্টফোন নোকিয়া ১
মাইড্রাইভার্স তাদের ফাঁসকৃত তথ্য জানায়, অ্যাপলের পথ অনুসরণ করতে চলেছে শাওমি। তারা ফিঙ্গারপ্রিন্টের বদলে চেহারা দেখেই লক খোলার প্রতি আগ্রসী। আইফোন এক্স একই প্রযুক্তি বেছে নিয়েছে। তবে গিজচায়না বলেছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। এটার দেখা মিলবে ডিসপ্লেতে।
ইতিমধ্যে অল্প কিছু স্মার্টফোন ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিয়ে এসেছে। ওয়ানপ্লাস ৫, ওয়ানপ্লাস ৫টি এবং অনার ভিউ ১০ তাই করেছে। তবে এরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বাদ দেয়নি। দুটোকেই রেখেছে।
আরো পড়ুন সাবধান, ফেইসবুক মেসেঞ্জারে ছড়িয়ে পড়ছে ‘ডিগমাইন’
এবার আসা যাক স্পেসিফিকেশনের বিষয়ে। এমআই৭-এ থাকবে ৬ ইঞ্চির বেজেল-লেস ওলেড ডিসপ্লে। পেছনে ডুয়াল ক্যামেরা থাকছে। গুজব আছে, শাওমি এমআই ৬ এর ৫.১৫ ইঞ্চির এলসিডি পর্দা থেকে একলাফে আরো বেশি উন্নতির দিকে যেতে চাইছে নতুন মডেলটি। এর ভেতরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট তো থাকছেই। আগামী বছরের প্রথম কোয়ার্টারে চলে আসবে আকাঙ্ক্ষিত শাওমি এমআই ৭।
সূত্র : গেজেটস
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের