kalerkantho


জোকস : ঘুষি দিয়ে সময় বলা...

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৭ ১৫:৪৯জোকস : ঘুষি দিয়ে সময় বলা...

০১. এক বদমেজাজি লোক মেজাজ খারাপ করে রাস্তায় দাঁড়িয়ে আছে। এমন সময় এক পথচারী পাশ  দিয়ে যাচ্ছিল…..

পথপচারী: এই যে ভাই, কয়টা বাজে?

বদমেজাজি: প্রচন্ড জোরে ঘুষি মেরে, একটা। (ঘুষি খেয়ে পথচারী লোকটিকে হাসতে দেখে)

পথচারী: এটা আনন্দের হাসি, এক ঘন্টা পূর্বে যদি আপনাকে জিজ্ঞাসা করতাম, কয়টা বাজে, ওরে বাপ, অনেক বেঁচে গেছি।


০২. মা হোটেল...

রণি একটি নতুন হোটেল দিয়েছে। হোটেলের কি নাম দেয় তা নিয়ে স্ত্রীর মনে  সংশয়। সংশয় বাবা মার মনেও, আবার সংশয় শ্বশুড় বাড়ির লোকজনও এই নিয়ে কানাকানি করছে। অবশেষে রণি হোটেলের নাম দিল “মা হোটেল”। তারপর নিজের মাকে গিয়ে বলল—

মা, তোমার জন্যই এই হোটেলের নামকরণ করলাম। তারপর শাশুড়ীকে গিয়ে বলল—

আমাদের দুই জনের ইচ্ছায় আপনার জন্য এই হোটেলের নাম দিলাম। তারপর স্ত্রীকে গিয়ে বলল—

ছেলে মেয়েরা খুব করে চাইলো, তাই তোমার নামেই হোটেলের নাম দিলাম। ছেলের বুদ্ধি দেখছেন????

০৩. ছাত্র - শিক্ষক!!!
শিক্ষক: -বল্টু বলতো ৭ আর ৩ কত হয়?
বল্টু: -(একটু ভেবে) স্যার ১১!
শিক্ষক: (রেগে) ৭ আর ৩ এ ১০ হয় বলতে পারনা?
বল্টু: রেগে এবং চিৎকার করে স্যার আপনের কথার কোন দাম নেই, আপনি মিথ্যুক।
শিক্ষক: কেন?
বল্টু: সেদিন বললেন ৫ আর ৫ এ ১০ হয়, তারপর একদিন বললেন ৬ আর ৪ এ ১০, আর আইজ বলতেছেন ৭ আর
৩ এ ১০, আপনি এক মুখে কয় কথা বলেন? আপনার জবানের ঠিক নাই!!!

বিদেশি ভাষা শেখার মজাই আলাদা
ঠেলা সামলাও!
ভুল উচ্চারণের খেসারত
মাতালের জন্য!
জোকস : স্ত্রী বশীকরণ কায়দা
জোকস : ব্যাপারটা জানতামই না...
তাজা জোকস : পল্টুর গণিত জ্ঞান ও স্ত্রী শিক্ষা
জোকস : বিয়ের আগে ও পরে জীবনের লক্ষ্য

 


মন্তব্য