<p> জীবনে সফলতার দেখা পেতে হাজার হাজার উপদেশ তো পেয়েছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তকে সর্বোচ্চ কাজে লাগানোতেই সফলতা আসে। ব্যাখ্যামূলক নয়, বিশেষজ্ঞদের ছোট আকারের ১৯টি কঠিন পরামর্শ নিন যার চর্চায় জীবনে সফলতা ধরা দেবে। এসব অভ্যাস বা পদ্ধতির চর্চা থাকলে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবেশ ও পরিস্থিতি যাই থাকুক না কেন, আপনি ব্যর্থ হবেন না। এর প্রদর্শনই আপনার পরিচয় ফুটিয়ে তুলবে।<br /> ১. যে ফোনকলটি করতে সাহস পাচ্ছেন না, তা করুন।<br /> ২. ঘুম থেকে যখন উঠতে চান তার চেয়ে কিছু সময় আগে উঠুন।<br /> ৩. যতোটুকু পাবেন বিনিময়ে তার চেয়ে বেশি দিন।<br /> ৪. আপনার প্রতি মানুষ যতোটা খেয়াল রাখেন তাদের প্রতি ঢের বেশি খেয়াল রাখুন আপনি।<br /> ৫. রক্তাক্ত, ভঙ্গুর অবস্থাতেও যুদ্ধ চালিয়ে যেতে হবে।<br /> ৬. নিরাপদে কিছু করার সময়ও সাবধান থাকা ও নিরাপত্তহীনতায় ভোগা বুদ্ধিমত্তার লক্ষণ।<br /> ৭. কেউ সঙ্গে না থাকলে আপনার একাই হাল ধরতে হবে।<br /> ৮. অন্য কেউ না করে থাকলেও আপনার নিজের ওপর নিজেরই বিনিয়োগ করতে হবে।<br /> ৯. যে প্রশ্নের জবাব খুঁজে বেড়াচ্ছেন, সে সময় আপনাকে বোকাভাব দেখাতে হবে।<br /> ১০. কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি ভিন্ন পন্থা অবলম্বন করতে চান, তবে সে পথের ফলাফল আপনাকে দেখাতে হবে।<br /> ১১. অসহায়ত্বের কারণে কোনো কিছু ঝেড়ে না ফেলে তার বিস্তারিত টেনে বের করুন।<br /> ১২. বাস্তবতা সম্পর্কে আপনাকে বলা হলেও ওই বিষয়ে আপনার নিজস্ব কোনো ব্যাখ্যা থাকলে তা খুঁজে বের করতে হবে।<br /> ১৩. আপনাকে ভুল করতেই হবে এবং তখন বোকার মতো দেখাবে, এটাই স্বাভাবিক।<br /> ১৪. আপনাকে চেষ্টা করতে হবে; ব্যর্থ হবেন এবং আবার চেষ্টা করতে হবে।<br /> ১৫. দম শেষ হয়ে আসলেও জোরে দৌড়াতে হবে।<br /> ১৬. কেউ আপনার প্রতি নিষ্ঠুর হলেও তার প্রতি দয়াশীল থাকুন।<br /> ১৭. অযৌক্তিক হলেও এবং অসামঞ্জস্যতা থাকলেও আপনাকে শেষ সময় বেঁধে দেওয়া হবে।<br /> ১৮. আপনি নির্ভুল থাকলে অন্য কারণে কোনো কাজ ব্যর্থ হয়ে গেলেও সে জন্য আপনার কাজকেই সন্দেহ করা হবে এবং তার ব্যাখ্যা আপনাকে দিতে হবে।<br /> ১৯. লক্ষ্যে পৌঁছানোর পথে যাই থাক না কেন, আপনাকে এগিয়ে যেতেই হবে।<br /> সূত্র : বিজনেস ইনসাইডার<br />  </p>