kalerkantho


লিপস্টিক স্থায়ী হওয়ার কয়েকটি টিপস

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৭ ০৪:৪৭লিপস্টিক স্থায়ী হওয়ার কয়েকটি টিপস

ছবি : ইন্টারনেট থেকে

অনেকের অভিযোগ, লিপস্টিক বেশিক্ষণ রাখতে পারেন না। লিপস্টিক যাতে বেশি সময় স্থায়ী হয়, তার জন্য রইল কিছু টিপস:

১. প্রথমে ঠোঁট স্ক্রাব করুন। এর পর তেল ছাড়া লিপবাম লাগান।

২. ঠোঁটে ফাউন্ডেশন বা কনসিলার লাগান। কনসিলার দিয়ে ঠোঁটের বাইরে বাউন্ডারি আঁকুন।

৩. এর পর লিপ লাইনার দিয়ে ঠোঁট এঁকে নিন। লিপ কালার ঠোঁটের মাঝখান থেকে দু’ধারে সমান করে লাগান।

৪. এর পর একটি টিস্যু ঠোঁটের উপর ধরে ট্রান্সলুসেন্ট পাউডার ব্রাশ দিয়ে লাগান।

৫. আর এক প্রস্ত লিপকালার লাগিয়ে নিন।

৬. লিপস্টিক তোলার সময় সাবান না ঘষে পেট্রোলিয়াম জেল, তুলোয় ময়শ্চারাইজার বা অলিভ অয়েল লাগিয়ে তুলুন।মন্তব্য