kalerkantho


ঠোঁটের যত্ন নেবেন যেভাবে

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৭ ০৪:৪৯ঠোঁটের যত্ন নেবেন যেভাবে

ছবি : ইন্টারনেট থেকে

লিপস্টিক পরার আগে ঠোঁটের যত্ন নেওয়া খুব জরুরি। সুন্দর ঠোঁটেই কিন্তু ফুটে উঠবে পছন্দের রং।

১. ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখার জন্য বেশি পরিমাণে পানি পান করুন। ডায়েটে শসা, তরমুজ, আঙুর, লেবু এই ধরনের ফল অবশ্যই রাখবেন।

২. শরীরের মতোই ঠোঁটেরও মৃত কোষ পরিষ্কার করা জরুরি। সপ্তাহে অন্তত এক দিন ঠোঁট স্ক্রাব করুন।

৩. অনেকেই মুদ্রাদোষবশত ঠোঁট কামড়ান বা ঠোঁট চাটেন। দুটোই কিন্তু ঠোঁটের স্বাস্থ্যের পক্ষে খারাপ। এতে ঠোঁট আরও শুকিয়ে যায়।

৪. আমন্ড অয়েল আর মধু মিশিয়ে ঠোঁটের উপর লাগান। মাসাজ করুন। সারারাত রেখে দিন।

৫. লেবুর রসের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে সারারাত লাগিয়ে রাখতে পারেন।
 মন্তব্য