kalerkantho


স্থূলতা বাড়ছে বাংলাদেশের শিশুদের, কী বলছেন গবেষকরা

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৭ ১৭:৫৪স্থূলতা বাড়ছে বাংলাদেশের শিশুদের, কী বলছেন গবেষকরা

ছবি : ইন্টারনেট থেকে

বাংলাদেশের শিশু-কিশোরদের মধ্যে স্থূলতা বাড়ার প্রবণতা এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও লন্ডনের ইমপেরিয়াল কলেজের যৌথভাবে চালানো একটি গবেষণা এ তথ্য উঠে এসেছে। 

পাঁচ থেকে ১৯ বছর বয়সী শিশু-কিশোরদের তথ্য নিয়ে পরিচালিত এ গবেষণায় ১৯৭৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত শিশু, বয়ঃসন্ধিকালীন কিশোর এবং প্রাপ্তবয়স্কদের বডি মাস ইনডেক্স (বিএমআই) তুলনা করে মুটিয়ে যাওয়ার প্রবণতার চিত্র তুলে আনা হয়েছে

গবেষকরা বলছেন, বাংলাদেশকে হয়ত এখন অপুষ্টি ও স্থূলতার ‘দ্বৈত বোঝা’ একসঙ্গে বহন করতে হবে। নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোয় স্থূলতা বাড়ছে, বিশেষত সাম্প্রতিক সময়ে এশিয়ায় তা ক্রমবর্ধমান হারে বাড়ছে বলে দেখতে পেয়েছেন গবেষকরা। অন্যদিকে উচ্চ আয়ের দেশগুলোতে স্থূলতা বাড়ার প্রবণতা কিছুটা থিতিয়ে এসেছে।মন্তব্য