kalerkantho


বোনকে বাঁচাতে গিয়ে ৮ বছরের ভাইয়ের মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৭ ২০:১৪বোনকে বাঁচাতে গিয়ে ৮ বছরের ভাইয়ের মৃত্যু

ড্যানড্রে চ্যানির বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও শিশুর ওপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে। ছবি ইন্টারনেট।

নিজের সাত বছর বয়সী বোন আক্রান্ত হয়েছিল এক পরিচিত দুর্বৃত্তের হাতে। আর এ অবস্থায় বয়স মাত্র আট বছর হলেও সে এগিয়ে যায়। রক্ষা করার চেষ্টা করে বোনকে। আর এতেই দুর্বৃত্ত তাকে নির্মমভাবে হত্যা করে। অবশ্য রক্ষা পায় বোনটি।

সম্প্রতি এমন করুণ কাহিনীর জন্ম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে। সেখানে সাত ও আট বছর বয়সী দুই শিশু বাড়িতেই ছিল। এ সময় তাদের মায়ের সাবেক এক বয়ফ্রেন্ড আক্রমণ করে সাত বছরের শিশুটিকে।

তাদের দাদি জানান, শিশুটিকে আক্রমণ করে ড্যানড্রে চ্যানি নামে সেই ব্যক্তি। এরপর তাকে রক্ষা করতে গেলে তার ভাইও আহত হয়। সে ব্যক্তি একটি হাতুড়ি দিয়ে তাকে আঘাত করে। ছয়দিন পর তার ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সাত বছর বয়সী বোন ড্যানতে ড্যানিয়েলস অবশ্য সে হামলায় এক চোখ হারিয়েছে।

অভিযুক্ত চ্যানির বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও শিশুর ওপর আক্রমণের অভিযোগ আনা হয়েছে।

সূত্র : ফক্স নিউজমন্তব্য