<p>কম করে হলেও ১১০ বছর আগে শেষবারের মতো চোখে পড়েছিল কুচকুচে কালো চিতাবাঘ। এরপর কোথায় যে হারিয়ে যায়! আফ্রিকার ঘন জঙ্গল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন প্রান্তে তন্নতন্ন করেও মাঝের ১১০ বছরে একবারের জন্যও কেউ তাদের ক্যামেরা কিংবা নজরবন্দি করতে পারেনি। যদিও অন্য পশুদের বিচরণ আছে আগের মতোই অবাধ।</p> <p>কালো চিতাবাঘ যে হারিয়ে যাচ্ছে, তা নিয়ে সন্দেহ নেই। তবে পুরোপুরি যে বিলুপ্ত হয়নি, আফ্রিকার ঘন জঙ্গলে সংখ্যায় কম হলেও যে তারা রয়েছে, সম্প্র্রতি সে বিষয়ে নিশ্চিত হওয়া গেল এক আলোকচিত্রীর লেন্সের কল্যাণে। যুক্তরাজ্যের আলোকচিত্রী উইল বুরার্ড-লুকাস বিরল সেই কালো চিতাবাঘের ছবি তুলেছেন। তিনি জানিয়েছেন, কেনিয়ার লাইকিপিয়া জঙ্গলের একটি অংশ থেকে কালো চিতাবাঘটি তাঁর ফ্রেমে ধরা পড়েছে।</p> <p>বিজ্ঞানীদের দাবি, সর্বশেষ ১১০ বছর আগে কালো চিতাবাঘের ছবি তোলা গিয়েছিল। বিজ্ঞানীরা মনে করেন, জিনের মিউটেশনে অতিরিক্ত পিগমেন্ট তৈরি হওয়ার কারণেই চিতাবাঘের রং অমন কুচকুচে কালো হয়ে যায়। উল্লেখ্য, এই বাঘের সর্বশেষ দেখা মেলে ১৯০৯ সালে, ইথিওপিয়ায়। সূত্র : এই সময়, আনন্দবাজার পত্রিকা।</p>