<p>রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ধোঁয়া বেরোবে তা থেকে কার্বন তৈরি করে সেটি দিয়ে মুখ পরিষ্কার করা যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।</p> <p>প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই চিমনি থেকে যে ধোঁয়াটা বের হবে এটাকেও কিন্তু আধুনিক প্রযুক্তি দিয়ে ব্যবহার করা যায়। এ দিয়ে কিন্তু কার্বন তৈরি করা যায় এবং সেটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। মুখের সৌন্দর্য্য বাড়াতে এই কার্বন থেকে তৈরি ফেসিয়াল মাস্ক বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়।</p> <p>তিনি বলেন, কার্বন কিন্তু বহু কাজে লাগছে এমনকি এই যে মুখে ফেসিয়াল করে ফেসিয়ালের যে মাস্ক, বর্তমান যুগে কার্বন মাস্ক কিন্তু সব থেকে বেশি ব্যবহার হয়। ফেসিয়ালে কালো একটা মাস্ক ব্যবহার করা হয়। ওটাও কিন্তু কার্বন থেকে আসে। অর্থাৎ মুখের ময়লা পরিষ্কার করে দেয়।</p>