kalerkantho


বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষা স্থগিত

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৭ ১৫:১৯বন্যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষা স্থগিত

দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের স্নাতকের (পাস) রবিবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্যদিনের পরীক্ষা অপরিবর্তিত থাকবে। 

আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। তবে অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

এ বিষয়টি নিশ্চিত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, বন্যাজনিত কারণে ১৩ অগাস্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

তিনি আরো জানান, রবিবার বেলা ২টা থেকে সমাজ বিজ্ঞান চতুর্থ পত্র, সমাজকর্ম চতুর্থ পত্র, মার্কেটিং চতুর্থ পত্র এবং পদার্থবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।


মন্তব্য