kalerkantho


বিপন্ন প্রজাতির বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৭ ১৬:২৭বিপন্ন প্রজাতির বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে বিপন্ন প্রজাতির বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিপন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়। কলেজের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেস্টুন বহন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর মহাপরিচারক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মান্নান ভুইয়া।মন্তব্য