kalerkantho


ফেসবুকে আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট, গ্রেপ্তার ১

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৭ ১৭:০১ফেসবুকে আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট, গ্রেপ্তার ১

ফেসবুকে আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট করার অপরাধে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (উত্তর)। গ্রেফতারকৃতের নাম মোঃ জুসফিকার রহমান খান (৩৮)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, শনিবার গাবতলীর সেনপাড়া এলাকা হতে বিকালে তাকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে আরও জানানো হয়, গ্রেফতারকৃত জুসফিকার তার ব্যবহৃত ফেসবুক অ্যাকাউন্ট Muhammod Zusfiqur Rohman Khan হতে বেশ কিছু আপত্তিকর ও উস্কানিমূলক পোস্ট করে। যা রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত আনে। যা দেখলে বা শুনলে যেকেউ নীতিভ্রষ্ট হতে পারে বা আইন-শৃংখলা বিঘ্ন হওয়ার মতো সম্ভবনা সৃষ্টি হতে পারে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে রমনা মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

- ডিএমপি নিউজমন্তব্য