kalerkantho


মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে খালেদা জিয়ার শোক

কালের কণ্ঠ অনলাইন   

২৪ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:৩৭মালিতে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে খালেদা জিয়ার শোক

ফাইল ছবি

আফ্রিকার মালিতে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর তিন সদস্য সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই ঘটনায় ৪ জন সেনাসদস্য আহত হওয়ার ঘটনায়ও মর্মাহত হয়েছেন তিনি। 

আজ রবিবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের পাঠানো এক বিবৃতিতে এ শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি।

খালেদা নিহত তিন সেনাসদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে আহত চার সেনাসদস্যের আশু সুস্থতা কামনা করেন।মন্তব্য