kalerkantho


প্রধান বিচারপতির দেশের বাইরে যাওয়ার অনুমতিপত্রে সই করেছেন রাষ্ট্রপতি

কালের কণ্ঠ অনলাইন   

১১ অক্টোবর, ২০১৭ ২১:৩০প্রধান বিচারপতির দেশের বাইরে যাওয়ার অনুমতিপত্রে সই করেছেন রাষ্ট্রপতি

ফাইল ছবি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দেশের বাইরে যাওয়ার বিষয়ে সরকারি আদেশের (জিও) অনুমতিপত্রে সই করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ বুধবার কিশোরগঞ্জ থেকে ঢাকায় ফিরে রাতেই নথিতে সই করেন রাষ্ট্রপতি। এর আগে আজ দুপুরে নথিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সই করেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি ২ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে আছেন। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি দেশের বাইরে যাবেন বলে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে থাকতে চান বলে জানিয়েছিলেন।মন্তব্য