<p>পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন একুশে পদকজয়ী পলান সরকার। আজ শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে নিজ বাড়িতে তিনি মারা যান। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি।</p> <p>বইপড়ার এমন আন্দোলন গড়ে তোলার জন্য তাকে ২০১১ সালে একুশে পদকে ভূষিত করা হয়।</p> <p>গ্রামের পথে ঘুরে নিজের টাকায় কেনা বই পাঠকের বাড়ি পৌঁছে দিতেন পলান সরকার। এভাবে প্রায় ৩০ বছর তিনি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়তা করেছেন।</p> <p>পলান সরকারের গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার মিয়াপাড়ার বাউশা গ্রামে। পলান সরকারের আসল নাম হারেজ উদ্দিন। তবে দেশব্যাপী তিনি পলান নামেই পরিচিতি পেয়েছেন।</p> <p>বইয়ের প্রতি তাঁর ভালোবাসার জন্য দেশের জাতীয় দৈনিকগুলোতে তাকে নিয়ে প্রতিবেদন ছাপা হয়। তাকে নিয়ে ‘সায়াহ্নে সূর্যোদয়’ নামে একটি নাটক তৈরি হয়েছে।</p> <p>১৯২১ সালে জন্ম নেন বই পাগল গুণী এই ব্যক্তি।</p>