রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষকে ৯ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন ইলিয়াস হোসেন (৩২) নামের এক চাকরিপ্রার্থী। তাঁকে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, পাবনার সুজানগরের বাসিন্দা ইলিয়াস হোসেন পড়াশোনা করেছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। গত বছর জুন মাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বিশ্বজিৎ ঘোষ নিয়োগ পাওয়ার পর বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। অভিযুক্ত ইলিয়াস তিনটি কর্মকর্তা পদে আবেদন করেন। তিনি উপচার্যকে এ চাকরির জন্য ১৪ লাখ টাকা ঘুষ দিতে চান। তাতে সায় না দিলেও গতকাল দুপুরে ইলিয়াস যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। সেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের অফিস কক্ষে ঢুকে উপহার আছে বলে একটি প্যাকেট রেখে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিক্ষক ও ছাত্ররা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের