বাংলাদেশ সফররত ২৭ জন বিদেশি সাংবাদিক গতকাল রবিবার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে মতবিনিময় করেছেন। তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় যোগ দেন বিশ্বের ১০টি দেশ থেকে আসা সাংবাদিকরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় বিদেশি এ সাংবাদিকরা গত ১৪ এপ্রিল থেকে বাংলাদেশ সফর করছেন। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত তাঁরা বাংলাদেশে অবস্থান করবেন।
মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, ‘মৌলবাদী, জঙ্গি-সন্ত্রাসীদের ক্ষমতার বাইরে রাখলে গণতন্ত্রের কমতি হয় না বরং প্রাপ্তি ঘটে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোড়বদলকারী অর্থনৈতিক নীতি অনুসরণ ও সংবিধানের চার নীতির ওপর শক্ত অবস্থানই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে বলে জানান মন্ত্রী। হাসানুল হক ইনু বলেন, ‘বিস্ময়কর উন্নয়নের এ পথে সবচেয়ে বড় বাধা ছিল সামপ্রদায়িক অপশক্তি, খালেদা জিয়া ও বিএনপি চক্র। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান সেই বাধা অতিক্রম করতে সাহায্য করেছে।’
সফররত সাংবাদিক দলে আছেন কানাডার কলিন রবার্টসন, কোরিয়ার মিনহিউং লি ও সেহওয়ান পার্ক, জার্মানির কেভিন পিটার হোফম্যান, বার্ন্ট হেলজি বার্গার ও ক্লডিয়া অ্যাসট্রিড সোলকেন, ফ্রান্সের লিডিয়া বেন ইজহাম, ইথিওপিয়ার ব্রু ইহুনবিলে মেনজিসটু, আবেত গ্রুম, আটো ক্রিসটিয়ান ও মুলুকেন ইয়েওন্ডোসেন কিফলে, ব্রাজিলের মার্সিয়া হেলেনা গনকালভেস রোলেমবার্গ, ফাবিয়ানা কুইরোজ মেনডেস সেবান ও জুলিয়ানো দ্য সিলভা কর্টিনবাস। এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের দিবাদীপ পুরোহিত, দেবদূত ঘোষঠাকুর, অমল সরকার, প্রিয়াংকা দাসগুপ্ত, বিনীতা পান্ডে, গৌতম লাহিড়ী, ফিলিপাইনের বাডি ও কুনানান, তুরস্কের সেইমা নাজলি গুর্বুজ, ইউসুফ সেমান ইনাংক, ড. নাজমি আগিল, ফারুক টোকাট ও আহমেদ কসকুনেইডিন, থাইল্যান্ডের এরিক পারপার্ট।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের