kalerkantho


এক সঙ্গে বাপ-বেটার মাধ্যমিক পাস

জাকির হোসেন সুমন, ইতালি   

১১ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৩৪এক সঙ্গে বাপ-বেটার মাধ্যমিক পাস

ইতালির ভেনিসে ২০১৬ -২০১৭ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষায় এক প্রবাসী বাংলাদেশি বাবা তার ছেলের সঙ্গে মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন। 

জানা গেছে, দীর্ঘ ২৭ বছর ধরে ইতালিতে বসবাস করছেন বরিশালের সন্তান সৈয়দ কামরুল সারোয়ার। ইতালিয়ান স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার। চলতি বছর ভেনিসের একটি মাধ্যমিক বিদ্যালয় হতে তার বড় ছেলে কারিম সারোয়ারের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হন।   

এ বিষয়ে সৈয়দ কামরুল সারোয়ার বলেন, শিক্ষার কোনো শেষ নাই। বাবা মা শিক্ষিত হলে সন্তানদের সঠিক শিক্ষা দেয়া সহজ হয়।  তাছাড়া, এই দেশে বসবাস, এই দেশের মিনিমাম সাধারণ শিক্ষাটা না নিলে চলবো কি করে!

তিনি জানান, মাধ্যমিক পাশ করায় তার শিক্ষার আগ্রহটা আরো বেড়েছে। আগামী বছর ছেলের সঙ্গেই কলেজে ভর্তি হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে সৈয়দ কামরুল সারোয়ার ভেনিসে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে কাজ করে চলেছেন। তিনি ভেনিস বাংলা স্কুলের সভাপতি হিসেবে সাথে দায়িত্ব পালন করছেন।


মন্তব্য