ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

লুৎফুন নাহার লতা’র ‘জীবন ও যুদ্ধের কোলাজ’ বই নিয়ে আলোচনা

সাবেদ সাথী, নিউ ইয়র্ক প্রতিনিধি
সাবেদ সাথী, নিউ ইয়র্ক প্রতিনিধি
শেয়ার
লুৎফুন নাহার লতা’র ‘জীবন ও যুদ্ধের কোলাজ’ বই নিয়ে আলোচনা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশ টেলিভশনের জনপ্রিয় অভিনেত্রী ও লেখক লুৎফুন নাহার লতা'র ‘জীবন ও যুদ্ধের কোলাজ’ নামক প্রকাশিত বই নিয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

গত শনিবার নিউ ইয়র্কের  বিশ্বসাহিত্য কেন্দ্রের সমকালীন পাঠচক্র ও কুইন্স সেন্ট্রাল লাইব্রেরির নিউ আমেরিকানস প্রোগ্রাম এর যৌথ আয়োজনে এ আলোচনা অনুষ্ঠিত হয়।

কুইন্স লাইব্রেরিতে অনুষ্ঠিত জীবন ও যুদ্ধের কোলাজ বইয়ের এ আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, জনপ্রিয় ব্লগার ও লেখক কুলদা রায়, কবি শামস আল মমিন, কবি ও সাহিত্যিক নাজনীন সাইমন, নারী পত্রিকার সম্পাদক পপি চৌধুরী, সাংবাদিক লেখক ফাহিম রেজা নূর, শিক্ষক মার্ক ওয়াইনবার্গ এবং লেখক ও গবেষক আহমদ মাজহার।

লতা'র নিজের দেখা চারিপাশের মানুষের জীবন নিয়ে লেখা গল্প গুলোই জীবন ও যুদ্ধের কোলাজ।

দশটি গল্পের শেষ গল্প জীবন ও যুদ্ধের কোলাজসহ যে গল্পগুলো এই বইয়ে স্থান পাই তা হলো দ্যা ফিউজিটিভ, উকুন, সুদূর রাতের গান, গল্লামারী ব্রিজের নীচে, কঙ্কনা, অন্তর্গত আর্তনাদ, ফেরারী, একটি হত্যাকান্ড ও লাল গোলাপ এবং রেইপ কেস। লুতফুন নাহার লতা তার শিল্পিত সুষমায় একান্ত নিজস্ব সাবলীল অভিনয় শৈলী দিয়ে লিখেছেন বাস্তব মানুষের জীবন চরিত্র।

এ সময় বক্তারা বলেন, লুতফুন নাহার লতা তার চারপাশের চলমান ঘটনা নিখুঁতভাবে দেখেছেন ও তার সঠিক প্রতিচ্ছবি সাবলীলভাবে তার লেখায় তুলে ধরেছেন। আলোচকগণ লতা'র গল্পগুলোর আলোচনা করবার সময় বুঝিয়ে দিয়েছেন যে তারা সকলেই জীবন ও যুদ্ধের কোলাজ'এর দশটি গল্পই উপভোগ করেছেন।

 

অনুষ্ঠানের শুরুতে লতা তার বই থেকে দুটি গল্প সকলকে পড়ে শোনান। উপস্থিত শ্রোতারা মুগধ হয়ে শুনেছেন তার গল্প পাঠ ও পরিবেশনা। বিকেল আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত চলে সমকালীন পাঠচক্রের আসর।

অনুষ্ঠান শেষে মাহফুজা আহমেদ ও সেলিনা শারমিন বিশ্ব সাহিত্য কেন্দ্র ও কুইন্স লাইব্রেরির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানান ও আগামী ১৬ই ডিসেম্বর সমকালীন সাহিত্য পাঠের পরবর্তী আসরে আসবার আমন্ত্রণ জানান।

আগামী আসরে কবি হাসান আল আব্দুল্লাহ'র বই আলোচিত হবে বলে তারা জানান।

মন্তব্য

সম্পর্কিত খবর

সিডনিতে সহকর্মীর পক্ষ নিয়ে বিপদে বাংলাদেশি শিক্ষার্থী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সিডনিতে সহকর্মীর পক্ষ নিয়ে বিপদে বাংলাদেশি শিক্ষার্থী
সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার সিডনিতে কর্মস্থলে এক ইহুদি সহকর্মীকে হয়রানি ও হুমকি থেকে বাঁচাতে গিয়ে নিজেই হুমকিতে মুখে পড়েছেন এক বাংলাদেশি শিক্ষার্থী। গত ৭ মার্চের ওই ঘটনার পর থেকে অস্বস্তিকর পরিস্থিতে পড়েছেন তিনি।

জানা যায়, ওই শিক্ষার্থীর নাম নভোনীল রহমান। তিনি সিডনিতে পড়ালেখার পাশাপাশি অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ মার্টেক চেইন- উলওর্থসে খণ্ডকালীন চাকরি করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ওইদিন সন্ধ্যা ৫টার দিকে উলওর্থসের একটি শাখায় কয়েকজন ক্রেতা স্টোর ম্যানেজার ওয়ারেন কফম্যানের ইহুদি পরিচয় জানার পর তাকে হেনস্তা করতে থাকে। তারা কফম্যানকে দেশ ছেড়ে চলে যেতে বলে এবং আরো লোকজন নিয়ে এসে তাকে আক্রমণ করার হুমকি দেয়।

আরো পড়ুন
পারভেজ হত্যা মামলার আরেক আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

পারভেজ হত্যা মামলার আরেক আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

 

পরিস্থিতি ঘোলাটে দেখে নভনীল রহমান সেখানে এগিয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি উত্তেজিত ক্রেতাদের সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলেন।

পরে তারা ওই দোকান থেকে চলে যান। পুরো ঘটনার সময় ইহুদি পরিচয়ধারী কফম্যান শান্ত থাকেন ও পেশাদার আচরণ করেন। তিনি কোনো উস্কানিমূলক প্রতিক্রিয়া দেখাননি। 

ঘটনার পর উলওর্থস কতৃপক্ষকে বিষয়টি জানানো হলে তারা মারুবরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

নভনীল সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন এবং আশা করেন যে, একটি সুষ্ঠু সমাধান হবে। কিন্তু ঘটনার কয়েকদিন পর তার নম্বরে কিছু অজ্ঞাত নম্বর থেকে কল দিয়ে ও মেসেজ করে হুমকি দেওয়া হয়। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এদিকে, এমন হুমকির কারণে অত্যন্ত উদ্বেগে রয়েছেন বাংলাদেশে অবস্থানরত নভনীলের পরিবারের সদস্যরা। এ বিষয়ে নভনীল রহমান বলেন, আমার পরিবার আতঙ্কিত।

তারা ভয় পাচ্ছেন এটা ভেবে যে, আমার জীবনের ঝুঁকি রয়েছে।
 

মন্তব্য

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে কূটনৈতিক সংবর্ধনা

আমিরাত প্রতিনিধি
আমিরাত প্রতিনিধি
শেয়ার
দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে কূটনৈতিক সংবর্ধনা
ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। 

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে দুবাইয়ের হোটেল অনন্তরার বলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের হেড অব প্রটোকল অ্যান্ড অপারেশন মুহাম্মদ আল বাহারি। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ ও কনসাল জেনারেল মোহাম্মদ রাসেদুজ্জামানসহ বিভিন্ন দেশের কূটনীতিক, দূতাবাস ও কনস্যুলেটের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটির বিভিন্ন পেশার নেতৃবৃন্দ, মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

দূতালয় প্রধান আশফাক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ প্রায় ৩০টি দেশের কনসাল জেনারেল, কূটনীতিক মিশনের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অ্যান্ড অপারেশন মুহাম্মদ আল বাহারি বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান।

কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রদূত তারেক আহমেদ।

মন্তব্য

‘আমি প্রবাসী’ অ্যাপে মেলে যেসব সেবা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘আমি প্রবাসী’ অ্যাপে মেলে যেসব সেবা
সংগৃহীত ছবি

কাজের সন্ধানে বিদেশ যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য রয়েছে 'আমি প্রবাসী' অ্যাপ। অ্যাপটি ব্যবহার করে প্রবাসীরা নানা সুবিধা নিতে পারেন। তবে অ্যাপটি ব্যবহারে আগে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাপটির ব্যবহার, অ্যাকাউন্ট খেলা সম্পর্কে জেনে নেওয়া যাক।

অ্যাপটি যেভাবে ব্যবহার করবেন : 

১. অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন। অ্যানড্রয়েড Google Play Store-এ গিয়ে ‘আমি প্রবাসী’ লিখে সার্চ করে ইনস্টল করা।

২. রেজিস্ট্রেশন/লগইন করা : প্রথমবার অ্যাপ চালু করলে আপনার নাম, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর ও কর্মস্থলের দেশ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে OTP ভেরিফিকেশনের মাধ্যমে অ্যাকাউন্ট সক্রিয় হবে।

অ্যাপটি থেকে যেসব সেবা মিলবে :

১.  ভিসা যাচাই

 ২.  নিবন্ধন : প্রথমবার বিদেশ যাওয়ার সময় BMET (বিএমইটি) নিবন্ধন নিশ্চিত করা যাবে।  

৩.  সহায়তার আবেদন : সমস্যায় পড়লে সরাসরি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ বা সহায়তার অনুরোধ পাঠানো যাবে।  

৪.  নিকটস্থ দূতাবাস/কনস্যুলেট খোঁজা : বিদেশে থাকাকালীন দূতাবাস বা কনস্যুলেটের অবস্থান ও ফোন নম্বর পাওয়া যাবে।  

৪.  ফিরে আসা প্রবাসীদের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসন তথ্য  

৫.  জিজ্ঞাসা ও পরামর্শ সেবা : প্রবাসীদের সাধারণ প্রশ্নের উত্তর পাওয়া যাবে।

এ ছাড়া ডিজিটাল স্মার্ট কার্ড/বিএমইটি কার্ডের তথ্য দেখা, দালাল/প্রতারকদের তথ্য জানানো এবং ভাষাভিত্তিক সহায়তা (বাংলা, ইংরেজি, আরবি) নেওয়া যায়।

মন্তব্য

কানাডায় জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
কানাডায় জাতীয়তাবাদী ফোরামের ঈদ পুনর্মিলনী
সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম কানাডার উদ্যোগে সম্প্রতি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কানাডা বাংলাদেশ সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

কানাডা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত নজমুলের সভাপতিত্বে এবং বিএনপি নেতা জাকারিয়া চৌধুরী পরিচালনায় সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী মারিয়া মিন্না ও সালমা জাহিদ এমপি।

বিএনপি নেতা মিলাদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এ সময় কানাডা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমদ চৌধুরী তার বক্তব্যে বলেন, কানাডা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাদের কার্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে কানাডার এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট বার্জারোল শেখ হাসিনাকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য। 

সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া আগামী বাংলাদেশের কোনো উন্নয়ন আশা করা যায় না। তাই ফ্য্যসিবাদী সমাজ ব্যবস্থা থেকে মুক্তির জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ভিত্তিতে আমরা রাষ্ট্রকে মেরামত করতে চাই।

তিনি আগামীতে সবাইকে ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাসরুল হোসেন রিপন, মনজুর আলম চৌধুরী, আবুল হাসানাত চেয়ারম্যান, ওমর ফারুক চেয়ারম্যান, তাহমিনা চৌধুরী, রুকেয়া পারভীন, বদরুল ইসলাম, আবু হানিফ, শামসুল মুক্তাদির, ফরহাদ মিশু, সরোয়ার হোসেন সুমন, আব্দুল আলিম প্রমুখ।

সভায় পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বাইতুল জান্নাত জামে মসজিদের ইমাম হাফেজ তাহের।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ