kalerkantho


রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি    

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৩১রোহিঙ্গাদের ওপর গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা নারী-পুরুষ, শিশু হত্যা ও নির্যাতনের মুখে তাদেরকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকদের সংগঠন 'ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আশিকুর রহমান পীরের পরিচালনায় মানববন্ধন পরবর্তী পথসভায় বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নূরুল ইসলাম বজলু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, মাছরাঙ্গা ও জনকণ্ঠের জেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক সেলিম আহমদ তালুকদার, ইয়াং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফুয়াদ মনি, যুগ্ম সাধারণ সম্পাদক লিপসন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলীম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ।

বক্তারা রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করতে বিশ্বের সব দেশকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। এ ছাড়া যারা নির্যাতিত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে তাদেরকে দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নিতে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়।


মন্তব্য