kalerkantho

গর্ভনাশ

মো. আল-আমিন সুমন   

২৪ জুন, ২০১৭ ২০:০১গর্ভনাশ

একান্তই যদি যাও, তবে আটকাবো না।
চিরবৈরি ভালোবাসায় ছোটখাট গল্প আর ছিন্নসংশয়
থাকতেই হয় অবশিষ্ট,
আমার যৌবনতো কুম্ভকারের চক্রে বাঁক খেয়ে
ঠেসে গেছে কৌণিকে।


গ্রহদশায় শনির রাহু ফেরাবে না তোমায়,
তাই বলে জমাট সভায় চিত্কারে-চিত্কারে
জানাবো না- "তোমার ঔরসে জন্ম নেওয়া ভ্রুণ গর্ভনাশে মৃত হল!"
এতটুকু সত্য মিথ্যা করে রাখি সঞ্চয়,
বাঁচতে চাও তো একবার আসো এ সুন্দরের আলোয়;
দেখে যাও আমার নয়ন চোঁয়া জলের গভীরতা।
একান্তই যদি যাও, তবে ফেরাবো না আর।


মন্তব্য