kalerkantho


সুমনের দুটি কবিতা

মোঃ আল-আমিন সুমন   

২৬ জুন, ২০১৭ ২০:২৭সুমনের দুটি কবিতা

গোস্তাকি মাফ করবেন নেতা

গোস্তাকি মাফ করবেন নেতা।
আমাদের এই প্রলয়কালে আর প্ররোচনা দিবেন না,
আমরা আর কোন প্রলোভনেই প্রশস্তি গাই না।


আমরা শোকার্ত জেনেও সংসদে কোন শোক প্রস্তাব আনা হয়নি,
হয়নি কোন শোক র‌্যালী।
এবারও কোন গলৎ হলে
আমরা সঙ্কর জাতের নেতার জন্ম দেব।
পাড়ায়-পাড়ায় বদমাশের সভাসদ্ সেঁজে
সভ্যভব্য পোশাকে অনেক করেছেন সমবেত।
আমাদের সুব্যক্ত শ্লোগান শুনুন এবার
“স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পর ধর্মো ভয়াবহ!”
গোস্তাকি মাফ করবেন নেতা।


তূর্ণপত্র বনাম নিবূঢ় নির্ভরপত্র এক

মেলে দিলাম শব্দের দহন তূর্ণপত্রে,
কালি কলমে বিন্যাসী চরণ আর চরণে দুষ্টক্ষত।
প্রেয়সীর গায়ে নকশাপাড় শাড়ি,
গলেতে সাতনরী হার আর আমি সাগ্নিক।
নিশিদিশি নিষ্ফল ক্রোধ নিবর্ষ,
আর সে আগুনেও পোড়ে না।
চর্তুদিক ছেঁয়ে আছে হারানো প্রিয়ার নীলাভ্র;
এখনি পাবো নভেলিয়ানার যুদ্ধের নিমন্ত্রণ,
আর নিমন্ত্রণে পরিস্ফূরণ।
আমার এ তূর্ণপত্রের জবাবে সে দেবে
মোরে নিবূঢ় নির্ভরপত্র এক।


মন্তব্য