kalerkantho


গল আর কলম্বো টেস্টের পুনঃপ্রচার দেখছে ক্যান্ডি

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৭ ১৩:১৬সিরিজের প্রথম দুই টেস্ট হেরে এখন শেষ টেস্টে মান বাঁচানোর লড়াই লঙ্কানদের। কিন্তু পালেকেল্লেতে যেন গল আর কলম্বো টেস্টের পুনঃসম্প্রচার হচ্ছে! লঙ্কার মাটিতে শেষ টেস্টেও টস জিতে ব্যাটিং নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম সেশনে রাহুল-ধাওয়ানের শতরান পার্টনারশিপে ভর করে ১৩৪ রান তুলে লাঞ্চে গেছে ভারত। দুই ওপেনার তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।

আগের দুই টেস্টের মতোই তৃতীয় টেস্টেও যথারীতি হতশ্রী বোলিং লঙ্কার। মালিঙ্গা-মুরলিধরনের উত্তরসূরীদের বোলিংয়ে সেই ঝাঁঝ নেই। পেস কিংবা স্পিন দুই বিভাগেই নজর কাড়তে ব্যার্থ চান্ডিমাল অ্যান্ড কোং। প্রথম সেশনে ৫ বোলারকে ব্যবহার করেও ফল পাননি চান্ডিমাল। দ্বীপরাষ্ট্রের সাদামাটা বোলিংয়ের সামনে প্রথম সেশনে ওভার প্রতি ৫ রান তুলে ভারতীয় ইনিংসের ভিত গড়ছেন দুই ওপেনার।

লাঞ্চ ব্রেকের আগে ৬৭ রানে অপরাজিত আছেন ডানহাতি লোকেশ রাহুল। আর ৬৪ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দিচ্ছেন ধাওয়ান। এই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে টানা সাত ইনিংসে অর্ধশতরানের নতুন রেকর্ড গড়লেন রাহুল। টানা ৭টি হাফ সেঞ্চুরি করে 'দ্রাবিড় দ্য ওয়াল' এর ২০ বছর পুরোনো রেকর্ডকে টপকে গেলেন কর্ণাটকি ব্যাটসম্যান।

ভারতীয় দলে এদিন জাদেজার পরিবর্তে ফিরেছেন বাঁ-হাতি চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। কলম্বো টেস্টে শৃঙ্খলা ভঙ্গের জন্য শেষ টেস্টে নির্বাসিত হয়েছেন জাদেজা। অন্যদিকে চোট-আঘাতে জর্জরিত শ্রীলঙ্কা। পিঠের চোটের জন্য ভারতের বিরুদ্ধে শেষ টেস্টে রঙ্গানা হেরাথের সার্ভিস পেল না স্বাগতিক দল। চোট পাওয়া নুয়ান প্রদীপের জায়গায় এই টেস্টে খেলছেন লাহিরু কুমারা। এছাড়া ধনঞ্জয় ডি'সিভলার পরিবর্তে সুযোগ পেয়েছেন বিশ্ব ফার্নান্দো।মন্তব্য