kalerkantho


রাহুল দ্রাবিড়কে টপকে নতুন রেকর্ড রাহুলের

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৭ ১৬:২৭জাতীয় দলের জার্সিতে ৩ মাস পর ২২ গজে প্রত্যাবর্তন করে দুর্দান্ত ছন্দে আছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টের প্রথম দিনেই হাফ সেঞ্চুরি করে নতুন রেকর্ড স্পর্শ করলেন তিনি। টেস্ট ক্রিকেটে টানা ৭টি হাফ সেঞ্চুরি করে রাহুল দ্রাবিড় 'দ্য ওয়াল' এর ২০ বছর পুরোনো রেকর্ডকে টপকে গেলেন রাহুল।

রাহুল আজ অবশ্য সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৮৫ রানে আউট হয়েছেন। এর আগে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্য ১৯৯৭-৯৮ সালে রাহুল দ্রাবিড় টানা ৬টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ১৯৭৭-৭৮সালে গুন্ডাপা বিশ্বনাথ এই রেকর্ড গড়েন। তবে টানা ৭ হাফ সেঞ্চুরির এলিট ক্লাবে তার পাশে আছেন আরও ৫ জন। তারা হলেন স্যার এভারটন উইকস (ওয়েস্ট ইন্ডিজ), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে), শিবনারায়ণ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ও ক্রিস রজার্স (অস্ট্রেলিয়া)। 

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই দারুণ ছন্দ ছিলেন কর্ণাটকের এই ব্যাটসম্যান। স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরু টেস্টে প্রথম ইনিংসে ৯০ রানের ইনিংস খেলেন। এরপর গড়ের মাঠে দ্বিতীয় ইনিংসে লড়াকু ৫১রান করেন ডানহাতি ওপেনার। রাঁচিতে তৃতীয় টেস্টেও করেন ৬৭ রান। অজিদের বিপক্ষে শেষ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৬০ ও ৫১।

অস্ট্রেলিয়া সিরিজ শেষে চোটে আক্রান্ত হয়ে আইপিএল খেলেননি রাহুল। শ্রীলঙ্কার বিপক্ষে ৫ দিনের ক্রিকেটে ফিরে আবারও নিজের জাত চেনালেন তিনি। কলম্বো টেস্টে ৫৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন। আর ক্যান্ডিতে ৮৫ রানের ইনিংস খেলে নজর কেড়েছেন। তার ওপেনিং পার্টনার শিখর ধাওয়ান আবারও সেঞ্চুরি হাঁকিয়েছেন।মন্তব্য