kalerkantho


ঢাকায় ফিরেছেন মুশফিকরা

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৭ ১৮:৫০ঢাকায় ফিরেছেন মুশফিকরা

ছবি: তাসকিন আহমেদের ভেরিফায়েড ফেসবুক পেইজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে চট্টগ্রামে এক সপ্তাহের অনুশীলন শেষে আজ ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার রাতেই কয়েকজন ক্রিকেটার ঢাকায় চলে এসেছিলেন ব্যক্তিগতভাবে। আজ সকাল নয়টার ফ্লাইটে বাকি ক্রিকেটাররা ফিরেছেন।

শুক্রবার রাতেই টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হক, নুরুল হাসান সোহান ও ফিজিও বায়েজিদুল ইসলাম খান ঢাকায় ফিরেছিলেন। আজ সকালে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেনরা, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলামরাসহ জাতীয় দলের অন্য ক্রিকেটাররা ঢাকায় ফিরেন। 

ঢাকায় ফিরে আগামীকাল রবিবার অনুশীলনে নামবে জাতীয় দল। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ থেকে জানা গেছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগামীকাল সকাল ১০ টায় বোলাররা অনুশীলন শুরু করবেন। দুপুরের পর ব্যাটসম্যানরা নামবেন অনুশীলনে। অস্ট্রেলিয়া বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগ পর্যন্ত একটানা অনুশীলন চলবে। আগামী ১৮ আগস্ট ঢাকায় আসবে অস্ট্রেলিয়া দল।মন্তব্য