kalerkantho


২৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ধাওয়ান-রাহুল

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৭ ১৯:৩২২৪ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন ধাওয়ান-রাহুল

ছবি: ক্রিকইনফো

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ম্যাচে উদ্বোধনী জুটিতে ভারতের হয়ে সর্বোচ্চ রানের জুটি গড়লেন ওপেনার শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল। আজ শনিবার পাল্লেকেলে টেস্টের প্রথম দিন উদ্বোধনী জুটিতে ১৮৮ রান যোগ করেন তারা। 

এই জুটি গড়ে ১৯৯৩ সালে নভোজৎ সিং সিধু ও মনোজ প্রভাকরের রেকর্ড ভেঙে দেন রাহুল আর ধাওয়ান। ১৯৯৩ সালে কলম্বো টেস্টের তৃতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে ১৭১ রান যোগ করেছিলেন সিধু ও প্রভাকর।

চলমান সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ২৩৭ বলে উদ্বোধনী জুটিতে ১৮৮ রান যোগ করেন ধাওয়ান ও রাহুল। এর মধ্যে রাহুলের ৮৫ ও ধাওয়ানের অবদান ছিল ৯৭ রান। রাহুলের বিদায়ে প্রথম উইকেট জুটি ভাঙে ভারতের। আর শেষ পর্যন্ত টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে ১১৯ রানে আউট হন ধাওয়ান।মন্তব্য