kalerkantho


বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ৯ গোল!‌

কালের কণ্ঠ অনলাইন   

১১ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৩০বাংলাদেশের জালে উত্তর কোরিয়ার ৯ গোল!‌

ছবি: ইন্টারনেট

প্রতিপক্ষের নাম উত্তর কোরিয়া হলেও এতটা বড় পরাজয় মেনে নিতে হবে তা সম্ভবত ধারণার বাইরে ছিল! আজ সোমবার থাইল্যান্ডের চুনবুরিতে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ৯ গোল হজম করতে হয়েছে কৃষ্ণাদের! প্রতিপক্ষের জালে একবারও বল পাঠাতে পারেনি তারা। 

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের এবং অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোরিয়ার বিপক্ষে কখনো জয়ের দূরাশা করেনি বাংলাদেশ। তবে বিগত কিছুদিনে মেয়েদের পারফরমেন্স নতুন আশা জাগিয়েছিল। কিন্তু মাঠের খেলায় সেই পারফরমেন্সের ছিঁটেফোঁটাও দেখা গেল না।  প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে থাকা কোরিয়ান মেয়েরা দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে বল পাঠিয়েছে ৫ বার।

সবচেয়ে বড় কথা হলো, এই টুর্নামেন্ট বাংলাদেশের মেয়েদের জন্য নতুন অভিজ্ঞতা। টুর্নামেন্টে সানজিদাদের তিন প্রতিপক্ষ হলো উত্তর কোরিয়া, জাপান এবং অস্ট্রেলিয়া! প্রতিটি দলের সঙ্গেই বাংলাদেশের শক্তির ফারাক আকাশ পাতাল। সুতরাং এই টুর্নামেন্টে এখন ভালো খেলাই লক্ষ্য গোলাম রব্বানী ছোটনের ছাত্রীদের। আগামী ১৪ সেপ্টেম্বর জাপানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।


মন্তব্য