kalerkantho


সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন সুরেশ রায়না

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০৩:১৮সড়ক দুর্ঘটনায় প্রাণে বাঁচলেন সুরেশ রায়না

সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেন সুরেশ রায়না। এককথায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন রায়না। টায়ার ফেটে যাওয়ার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তবে গাড়ির গতি বেশি না থাকায় মারাত্মক কোনও দুর্ঘটনা ঘটেনি।

আজ বুধবার কানপুরের গ্রীনপার্ক স্টেডিয়ামে ইন্ডিয়া ব্লু দলের অধিনায়ক হিসেবে খেলার কথা তার। সেইজন্যই গাজিয়াবাদ থেকে কানপুর সড়ক পথে নিজের গাড়িতে করে যাচ্ছিলেন গুজরাট লায়ন্সের অধিনায়ক। কিন্তু রাস্তায় মাঝপথে ফ্রেন্ডস কলোনির কাছে হঠাতই তার বিলাসবহুল রেঞ্জ রোভারের চাকা ফেটে যায়।  

পুলিশ জানিয়েছে, সেই সময় রায়নার গাড়ির গতি তেমন বেশি ছিল না। না হলে, বেশ বড় দুর্ঘটনা ঘটতেই পারতো। রায়নার গাড়িতে কোনও অতিরিক্ত টায়ার ছিল না। তাই তিনি কিছুক্ষণ অপেক্ষাও করেন সেখানে। এরপর স্থানীয় পুলিশই রায়নাকে অন্য একটি গাড়িতে করে কানপুরে যাওয়ার ব্যবস্থা করে দেয়।

যে সময় রায়নার গাড়ির দুর্ঘটনাটি ঘটে, তখন চালকের আসনে ছিলেন সুরেশ রায়নাই। তবে, তার কোনও চোট-আঘাত লাগেনি।


মন্তব্য