kalerkantho


ধবলধোলাইয়ের লজ্জা ভুলে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৭ ১৮:৪১ধবলধোলাইয়ের লজ্জা ভুলে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

ছবি: এএফপি

কথিত 'হোম গ্রাউন্ড' দুবাইয়ে প্রথমবারের মত হোয়াইটওয়াশের স্বাদ নিয়েছে পাকিস্তান। সেটাও আবার হালের দুর্বল দল শ্রীলঙ্কার বিপক্ষে। ধবলধোলাইয়ের লজ্জা ভুলে এবার শুক্রবার থেকে শুরু হতে চলা ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় সরফরাজ বাহিনী। অধিনায়ক হিসেবে নিজের প্রথম টেস্ট সিরিজ হেরে বেশ চাপ অনুভব করলেও সীমিত ওভারের ম্যাচে আরো ভালো পারফরমেন্স করতে দৃঢ় প্রতিজ্ঞ সরফরাজ।

কেবলমাত্র অধিনায়ক সরফরাজ আহমেদ, ব্যাটসম্যান হারিস সোহেল এবং বাবার আজম ও ফাস্ট বোলার হাসান আলী টেস্ট দলে ছিলেন। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ এবং ওপেনার মোহাম্মদ শেহজাদসহ ১১ জন ওয়ানডে দলে যোগ দিয়েছেন।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ী অপরাজিত ৬১ রানের ইনিংস খেলা সরফরাজ আহমেদ বলেন, 'অধিনায়ক হিসেবে আপনি যখন প্রথম টেস্ট সিরিজ হারবেন, তখন অবশ্যই একটা চাপ থাকবে। তবে আমরা সে অবস্থা থেকে বেরিয়ে আসার চেস্টা করব। আমাদের ওয়ানডে দলটি ভারসাম্যপূর্ণ এবং আমাদের রেকর্ড বেশ ভালো। দলে বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় ফিরেছেন এবং আশা করছি আমরা আরো ভালো ক্রিকেট খেলব।'

দুবাইতে দ্বিতীয় টেস্টে পাঁজরে আঘাত পাওয়ায় ওয়ানডে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দলের পেস সুপারহেড মোহাম্মদ আমির। তবে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে সেঞ্চুরি করা ফখর জামান, লেগ স্পিনার শাদাব খান, অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ এবং পেসার রুম্মন রইস, জুনাইদ খান এবং উসমান সিনওয়ারির মত দ্রুত তারকা খ্যাতি পাওয়া বেশ কিছু তরুণ খেলোয়াড়ও পাকিস্তান দলে রয়েছে।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর নিজেদের হোম গ্রাউন্ড বানানো সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নিজেদের দশম টেস্ট সিরিজে হারের স্বাদ পেয়েছে পাকিস্তান। তবে এখানে পাকিস্তানের ওয়ানডে রেকর্ড মোটেই ভালো নয়। ২০০৯ সাল থেকে মধ্য প্রাচ্যে ১২টির মধ্যে ৯টি ওয়ানডে সিরিজে হেরেছে পাকিস্তান। তারা কেবলমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে দুই বার এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একবার সিরিজ জিতেছে।

অন্যদিকে নিজেদের শেষ ২১ ওয়ানডে ম্যাচের মধ্যে ১৬ ম্যাচেই পরাজিত হয়েছে হালের খর্বশক্তি শ্রীলঙ্কা। বাকি ৪টিতে এসেছে জয় এবং ১টি হয়েছে পরিত্যক্ত। দক্ষিণ আফ্রিকা ও ভারতের কাছে ৫ ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ ছাড়াও দুর্বল জিম্বাবুয়ের কাছে প্রথমবার ওয়ানডে সিরিজ পরাজিত হয়েছে লঙ্কানরা।
গত মাসে ভারতের কাছে পরাজয়ে বেশ চাপে অধিনায়ক উপুল থারাঙ্গা।

ভারতের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচেই ২৫০ রান স্পর্শ করতে না পারা লঙ্কার অধিনায়ক থারাঙ্গা বলেন, 'আমাদের ধারাবাহিকতার অভাব ছিল। আমারা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং কোন বিভাগেই ভালো করতে পারিনি। দলের ব্যাটিং পারফরমেন্স নিয়ে আমি অসন্তস্ট। তবে পাকিস্তানের বিপক্ষে এ সিরিজে ভালো করতে আমরা মুখিয়ে আছি।'মন্তব্য