kalerkantho


আর্সেনাল ছাড়তে যাচ্ছেন ওজিল-সানচেজ!

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৭ ১৮:৪৮



আর্সেনাল ছাড়তে যাচ্ছেন ওজিল-সানচেজ!

জানুয়ারিতে দল বদলের জানালা উন্মুক্ত হলেই তারকা খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজ ও মেসুত ওজিলকে বিক্রয় করা ছাড়া কোন উপায় নেই বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন আর্সেনালের প্রধান কোচ আর্সেন ওয়েঙ্গার। তাদের দলে পেয়ে আর্সেনালের সমর্থকরা উজ্জীবিত হলেও দুইজন মিলে দূর করতে পারেনি ১৪ বছর ধরে আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপার আক্ষেপ। সানচেজের সঙ্গে এরই মধ্যে শীর্ষ কয়েকটি ক্লাবের সঙ্গে আলাপ আলোচনা শুরু হয়েছে, যাদের মধ্যে ম্যানচেস্টার সিটি ও পিএসজিও আছে!

চলতি মৌসুম শেষে দুজনেরই বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। তাদের সঙ্গে এখনো নতুন কোন চুক্তি সম্পাদিত হয়নি। ফলে তারা উন্মুক্তভাবেই যে কোন ক্লাবে চলে যেতে পারবে। যার অর্থ হচ্ছে দলের সবচেয়ে হাইপ্রোফাইল এই দুই তারকাকে দিয়ে অর্থ আয়ের শেষ সুযোগ হচ্ছে জানুয়ারি।

ওয়াটফোর্ডের বিপক্ষে শনিবারের ম্যাচ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দুই খেলোয়াড়কে বিক্রির বিষয়ে আর্সেনাল কোন সুনির্দিষ্ট সময় নির্ধারণ করেছে কিনা জানতে চাইলে জবাবে কোচ বলেন, 'এখনো পর্যন্ত সে রকম কিছু হয়নি।'

২০১৪ সালের জুলাইয়ে বার্সেলোনা ছেড়ে আর্সেনালে যোগ দেন চিলির ২৮ বছর বয়সী আন্তর্জাতিক স্ট্রাইকার সানচেজ। একবছর পর রিয়াল মাদ্রিদ ছেড়ে প্রিমিয়ার লিগের এই জায়ান্ট ক্লাবে যোগ দেন ২৮ বছর বয়সি ওজিল।

এদিকে চলতি সপ্তাহের শুরুর দিকে ওজিলের এজেন্ট এরকুট সগুট ইঙ্গিত করেছেন যে আর্সেনালের সঙ্গেই ইতিবাচক আলোচনা চলছে। ওয়েঙ্গার বলেন, 'হ্যাঁ, এটি বোঝাপড়ার বিষয়। আমি সব সময় বলে আসছি যে গত বছর আমরা তাদের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারিনি মানে এর অর্থ এটি নয় যে তারা ক্লাব ছেড়ে চলে যাবেই। দুজন খেলোয়াড়ই এখানে বেশ খোশ মেজাজে আছে। পরিস্থিতি মোড় নিতে পারে ধারণা করছি।'



মন্তব্য