kalerkantho


ভুল থেকেই শিক্ষা নেবেন জিমিরা

কালের কণ্ঠ অনলাইন   

১২ অক্টোবর, ২০১৭ ১৯:৪২ভুল থেকেই শিক্ষা নেবেন জিমিরা

বাংলাদেশকে এমন বিজয়ীর বেশেই দেখতে চায় সবাই। ফাইল ছবি: ইন্টারনেট

এশিয়া কাপ হকিতে পাকিস্তানের বিপক্ষে শোচনীয় হারের পর পদে পদে 'ভুল' শব্দটিই বেশি উচ্চারিত হচ্ছে বাংলাদেশ শিবিরে। আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামার আগে প্রথম ম্যাচের যতো ভুল তা আতশ কাঁচ দিয়ে বের করার চেষ্টা করছেন জাতীয় হকি দলের প্রধান কোচ মাহবুব হারুন। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে সে ভুলগুলো যেন না হয়, যে ভুলে সর্বনাশ হয়েছে পাকিস্তানের বিপক্ষে।

৭-০ গোলের হারের পর সবার মন খারাপ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর টিম বাসে হোটেলে যাওয়ার সময় বেশিরভাগ খেলোয়াড়ই নাকি চুপচাপ ছিলেন। কেউ কারো সঙ্গে বেশি কথা বলেননি। ম্যাচের পর কোচ মাহবুব হারুন তো সংবাদ সম্মেলনেই আসেননি। ম্যানেজার রফিকুল ইসলাম কামাল সংবাদ সম্মেলনে অকপটে স্বীকার করেছেন কোচের নির্দেশনা মাঠে বাস্তবায়ন করতে পারেননি খেলোয়াড়রা। আজ কোচ মাহবুব হারুনও তাই বললেন।

তার ভাষায়, 'আসলে মাঠে আমাদের ভালো খেলতে হবে। প্রথম ম্যাচে যে ভুলগুলো হয়েছে তা নিয়ে ভাবতে হবে, সংশোধন করতে হবে। যা শিখিয়েছি তা মাঠে সঠিক প্রয়োগ করতে হবে।'

পকিস্তানের বিপক্ষে ম্যাচের ভুলগুলো নিয়ে মাহবুব হারুন বলেন, 'অনুশীলনে ছেলেদের যা শিখিয়েছি, যা বলেছি, মাঠে তারা সেটা করেনি। যতক্ষণ করেছে ভালো খেলেছে, এ কারণে প্রথম দুই কোয়ার্টার ভালো খেলেছি। কিন্তু পরের দুই কোয়ার্টারে তা হয়নি। ওরা নিজেদের মত খেলেছে। আমি শিখিয়েছি ছোট ছোট পাসে বল নিয়ন্ত্রণে রেখে খেলতে, ওরা খেলেছে লম্বা পাসে। তাই বল হারিয়েছে। পাকিস্তানকে আমরা গোল উপহার দিয়েছি।'মন্তব্য