দলবদলের নতুন রেকর্ডও গড়বেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কানে এসেছে- তাকে ৫০০ মিলিয়ন ইউরোতে কেনার চিন্তাভাবনা করছে ম্যানচেস্টার ইউনাইটেড। কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে, নেইমারকে দলে ভেড়াতে জোর প্রচেষ্টা চালাচ্ছে রিয়াল মাদ্রিদ। বার্ষিক প্রস্তাবনায় তাকে কেনার বিষয়টি রেখেছে ক্লাবটি। চলতি শীতকালীন দলবদল মৌসুমে সেই প্রস্তাবনা বাস্তবায়নে তোড়জোরও শুরু করেছে স্প্যানিশ জায়ান্টরা।
আরো পড়ুন: জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দুই মাদ্রিদ
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম লি টেন স্পোর্ত জানাল, নেইমারের ওপর পাখির চোখ করে রয়েছে ম্যানইউও। আকাশচুম্বী দামেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কেনার পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগের সফলতম দলটি। এ মৌসুম শেষেই তাকে বাগে আনতে যাচ্ছে তারা! তবে নেইমারকে কেনার রেস থেকে রিয়ালকে উড়িয়ে দেয়নি সংবাদমাধ্যমটি। জানিয়েছে, তাকে পেতে ওঠেপড়ে লেগেছে স্প্যানিশ জায়ান্টরা। বার্ষিক প্রস্তাবনার অংশ হিসেবেই তাকে পেতে মরিয়া তারা।
আরো পড়ুন: বর্ষসেরা একাদশে মেসি-রোনালদো, জায়গা হলো না নেইমারের!
এ মৌসুমেই ব্রাজিল যুবরাজকে ডেরায় ভেড়াতে দেনদরবার চালাচ্ছে লস ব্লাঙ্কোজরা। অর্থাৎ নেইমারকে পেতে দুই জায়ান্টদের মধ্যে যে তুমুল প্রতিযোগিতা হতে যাচ্ছে তা জোর দিয়েই বলা যায়। পিএসজিতে যোগদানের পর থেকেই মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন নেইমার। এরই মধ্যে নিজেকে প্যারিসের রাজপুত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। ফরাসি লিগ ওয়ানে দলকে রেখেছেন শীর্ষে। অন্যান্য প্রতিযোগিতাতেও রেখেছেন দৌড়ে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের