জাতীয় দলের অনুশীলনে সাব্বির। ছবি: বিসিবি
ঘরোয়া ক্রিকেটে দর্শক পিটিয়ে বড় শাস্তি পেয়েছেন জাতীয় দলের হার্ডহিটার সাব্বির রহমান। নিষিদ্ধ হয়েছেন ৬ মাস। দিতে হচ্ছে বড় অংকের জরিমানা। নামের পাশে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্টস। আন্তর্জাতিক ক্রিকেটে ডিমেরিট পয়েন্ট পাওয়া প্রথম ক্রিকেটার তিনি। এত কিছুর পরও ভাবলেশহীন সাব্বির। এসব কারণ তার ক্রিকেট জগতে প্রভাব ফেলতে পারেনি বলেই দাবি এই তরুণ তারকার।
আজ শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সাব্বির। তাকে শাস্তি নিয়ে প্রশ্ন করার অপেক্ষাতেই ছিলেন সাংবাদিকরা। জবাবে সাব্বির বললেন, 'আসলে মাথায় নেতিবাচক কিছু ঘটছে না। ডিমেরিট পয়েন্ট নিয়ে ভাবনা নাই। এক পয়েন্ট হোক বা ১০ পয়েন্ট, সমস্যা নাই। চেষ্টা করছি এই সিরিজটা ভালো খেলার জন্য।'
জাতীয় দলের ক্যাম্পে সবার সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন সাব্বির। ব্যাটিংয়ের কিছু দুর্বলতা সারাতে কাজ করছেন। শাস্তির ঘটনা নিয়ে তিনি আরও বলেন, 'মানুষ হিসেবে বললে আমার উপর এই ঘটনা অনেক প্রভাব ফেলেছে। তবে যদি প্রফেশনাল খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে পাস্ট ইজ পাস্ট। যা হওয়ার হয়ে গেছে। এটার প্রভাব যাতে খেলায় না পড়ে, সেটা নিয়ে চিন্তা করছি। চাইছি জাতীয় দলকে আমার জায়গা থেকে সেরাটা দিতে। কারণ আমি বাংলাদেশের পতাকা বহন করছি। চেষ্টা করছি ভালো কিছু করার জন্য।'
২০১৬ সালে দেশের মাটিতে পরপর আফগানিস্তান ও ইংল্যান্ড সিরিজে তিনটি ডিমেরিট পয়েন্টস পেয়েছিলেন সাব্বির। এরপর ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্ক পিছু ছাড়েনি তার। দর্শক পেটানোর ঘটনায় এবার তাকে ৬ মাস নিষিদ্ধ করেছে বিসিবি। বাদ দিয়েছে বোর্ডের চুক্তি থেকে। সঙ্গে জরিমানা করা হয়েছে ২০ লাখ টাকা। যুক্ত হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। এই বছরের অক্টোবরের মধ্যে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই নিষিদ্ধ হবেন তিনি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের