<p>তার শখ একটি মেয়ে সন্তানের। কিন্তু, তিনটি সন্তানই হয়েছে ছেলে। জন্মস্থান রোজারিওতে এবারের বড়দিন ধুমধাম করে কেটেছে জীবনসঙ্গী আন্তোনেল্লা রোকুজ্জো আর তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোর সঙ্গে। ছুটি কাটাতে পারবেন ২ জানুয়ারি পর্যন্ত। এর মাঝেই এক সাক্ষাতকারে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি জানিয়ে দিলেন, আরও একটি সন্তান চান তারা। সেই সন্তানটি মেয়ে হবে এটাই তার প্রার্থনা।</p> <p>গত বছর বিয়ের বন্ধনে জড়ানো এই দম্পতি যে মনে মনে কন্যা সন্তান কামনা করেন। স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাতকারে মেসি বলেছেন, 'চিরো তো কেবল হাঁটা শিখল। এবার আন্তোনেল্লা এবং আমি একটি মেয়ে সন্তান চাই। সে জন্য সময় আছে, দেখা যাক কী হয়।'</p> <p>মেসি-রোকুজ্জোর বিয়ের আগে ২০১২ সালে পৃথিবীতে আসে তাদের প্রথম সন্তান থিয়াগো। এর ৩ বছর পর ২০১৫ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান মাতেও। বিয়ের পর চলতি বছর পৃথিবীতে আসে তাদের তৃতীয় সন্তান চিরো। বিশ্বকাপ না জিতলেও ক্লাব ফুটবলে মাঠ কাঁপিয়ে যাচ্ছেন মেসি। তবে তার কাছে সবচেয়ে বড় নিজের পরিবার-স্ত্রী-সন্তানেরা। সাক্ষাতকারে মেসি বলেন, 'সন্তানদের মুখ দেখার পর থেকে পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফুটবল অবশ্যই ভালোবাসি তবে পরিবার সবার ওপরে।'</p> <p>তিন সন্তানের মাঝে বড় ছেলে থিয়াগোর ফুটবল নিয়ে ব্যাপক আগ্রহ। বাবার সঙ্গে তার কথার বেশিরভাগই হয় ফুটবল নিয়ে। বিশেষ করে মেসির প্রিয় বার্সেলোনা হারলে থিয়াগোর প্রশ্নবানের মুখোমুখি হতে হয় তাকে। ছেলের ফুটবলে আগ্রহ নিয়ে মেসি বলেন, 'হার মেনে নেওয়া সব সময় কষ্টকর। থিয়াগো আমাকে কথা বলতে বাধ্য করে। হারের কারণ বিশ্লেষণ করতে বলে। আমরা ফুটবল নিয়ে অনেক কথা বলি। বয়সে একটু বড় হওয়ায় থিয়াগো বাকিদের চেয়ে খেলাটা একটু ভালো বোঝে। ফুটবলের প্রায় সবকিছু নিয়েই সে আমার সঙ্গে কথা বলে।'</p>