<p>বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, নেইমার আবারও তার পুরনো ক্লাব বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন। তবে নেইমার স্বয়ং এই গুঞ্জন উড়িয়ে দিলেও আলোচনা চলছিল। এবার ব্রাজিল সুপারস্টার পুনরায় বার্সেলোনায় ফেরার কোনো সম্ভাবনা নেই বলেই মন্তব্য করেছেন ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এ ব্যপারে পিএসজি তারকার সঙ্গে তার কোনো আলোচনাও হয়নি।</p> <p>২৭ বছর বয়সী নেইমারকে নিয়ে বেশ কিছুদিন ধরেই লা লিগা চ্যাম্পিয়ন দলটিতে ফিরে আসার গুঞ্জন শোনা যাচ্ছিল। ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। নেইমারকে ফিরিয়ে আনতে মেসিসহ বেশ কয়েকজন বার্সা তারকা গণমাধ্যমে বক্তব্যও দিয়েছিলেন। কিন্তু বার্তামেউ বলেছেন, নেইমার কিংবা তার বাবার সঙ্গে এ ব্যপারে কোনো ধরনের আলাপই তার হয়নি।</p> <p>আগামী মৌসুমে বার্সেলোনার প্রস্তুতিকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর বিষয় উল্লেখ করে বার্তামেউ বলেন, 'আমি তাদের (পিএসজি) সঙ্গে বার্সায় ফিরে আসার ব্যপারে কখনই কোনো কথা বলিনি। তাকে (নেইমার) এখানে আসার আমন্ত্রণও জানানো হয়নি। আমরা আগামী মৌসুমের জন্য প্রস্তুতি শুরু করেছি। এখানে একটি বিষয় স্পষ্টভাবে বলতে চাই, নেইমার আমাদের পরিকল্পনায় নেই। তবে আমরা পিএসজির খেলোয়াড়দের নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় না, নেইমারের মতো খেলোয়াড়কে পিএসজি ছাড়তে রাজী হবে।</p> <p>উল্লেখ্য, পায়ের ইনজুরির কারণে এই মুহুর্তে মাঠের বাইরে আছেন ব্রাজিল সুপারস্টার নেইমার। সাইডলাইনে যাওয়ার আগে এবারের মৌসুমে ২৩ ম্যাচে এ পর্যন্ত ২০ গোল করেছেন ২৬ বছর বয়সী তারকা। এদিকে শোনা যাচ্ছে, ১২০ মিলিয়ন ইউরো এবং করিম বেনজেমার বদলে নেইমারকে পেতে চায় বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। দেখা যাক, কোনটা সত্যি।</p>