ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

দুই বছর নিষিদ্ধ হলেন জয়সুরিয়া

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
দুই বছর নিষিদ্ধ হলেন জয়সুরিয়া
সনাৎ জয়সুরিয়া

শ্রীলংকার ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। আচরণবিধি ভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জয়সুরিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

জানা গেছে, আইসিসির দুটি দুর্নীতিবিরোধী কোড অমান্য করায় জয়সুরিয়াকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এই দুই বছর ক্রিকেট সংশ্লিস্ট কোনো কর্মকাণ্ডে জড়িত থাকতে পারবেন না তিনি।

 

প্রসঙ্গত, শ্রীলংকার হয়ে ১৯৮৯ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্রিকেট খেলেন জয়সুরিয়া। জাতীয় দলের হয়ে ক্রিকেটের তিন ফরম্যাটে ৫৮৬টি ম্যাচ খেলে ৪২টি সেঞ্চুরির সাহায্যে ২১ হাজার ৩২ রান করেন। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর সংগঠকের ভূমিকা পালন করেন তিনি। শ্রীলঙ্কার জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেব দায়িত্ব পালনকালে জড়িয়ে যান দুর্নীতির সঙ্গে।

মন্তব্য

‘১৮ বছর নাকি শেষ ছয় মাসের উপর আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা’

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
‘১৮ বছর নাকি শেষ ছয় মাসের উপর আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা’
সাকিব। ছবি : কালের কণ্ঠ

দেশের হয়ে প্রতিনিধ্বিত্ব করার স্বপ্ন সব ক্রিকেটারেই থাকে। সেই স্বপ্ন পূরণ করে নিজেকে বাংলাদেশের অন্যতম ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সাকিব আল হাসান। তবে কিংবদন্তির বিদায়টা যেন হচ্ছে না মন মতো।

শুধু একজন ক্রিকেটার পরিচয়ে থাকলে দেশের মাটিতেই সুন্দরমতো অবসর নিতে পারতেন সাকিব।

কিন্তু রাজনীতিতে যোগ দিয়ে বিপাকে পড়েছেন তিনি। গত আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র-গণঅভূত্থানে বাংলাদেশের রাজণৈতিক পট পরিবর্তনের কারণে নিজ দেশেই ফিরতে পারছেন না তিন সংস্করণে বিশ্বের সাবেক এক নম্বর অলরাউন্ডার।

আরো পড়ুন
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

 

স্বাভাবিকভাবেই যেটা হওয়ার কথা ছিল সেটার জন্য এখন স্বপ্নই দেখতে হচ্ছে সাকিবকে। আবারো বাংলাদেশের জার্সিতে মাঠে নেমে দেশের মাটিতেই অবসর নেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আরো অনেক বিষয় নিয়ে নিজের ভাবনার কথা বাংলাদেশের একটি দৈনিক ইংরেজি পত্রিকাকে জানিয়েছেন সাকিব।

দেশের হয়ে আবারো খেলার কথা জানিয়ে সাকিব বলেছেন, ‘হ্যাঁ, আমি সংসদ সদস্য ছিলাম কিন্তু এখন তো আর নেই এবং কোনো দলে কোনো রাজনৈতিক পদও নেই। যে কাজটি গত ১৮ থেকে ২০ বছর ধরে করছি, সেটা থামিয়ে দেওয়াটা কি আপত্তিকর নয়? এখনো বাংলাদেশের হয়ে খেলে ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে চাই। যদি সুযোগ থাকে আমি এক সিরিজ, দুই সিরিজ নাকি আরও এক বছর খেলব, সেই পরিকল্পনা করতে চাই।

আরো পড়ুন
রশিদের সঙ্গে রিশাদের তুলনা করলেন ইংল্যান্ডের ব্যাটার

রশিদের সঙ্গে রিশাদের তুলনা করলেন ইংল্যান্ডের ব্যাটার

 

স্বপ্ন পূরণের জন্য যা যা করার প্রয়োজন তা করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেছেন, ‘দেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং সে জন্য নিজের সবকিছু দিয়ে দিতে রাজি। এটাই আমার স্বপ্ন এবং সেটা পূরণ করতে সবকিছুই করছি—ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে কথা বলছি।’

মাঝে দেশে ফিরতে বিসিবির কাছে সহায়তা চেয়েছিলেন সাকিব। তার সেই চাওয়া পূরণ হয়নি।

তাতে বিসিবির প্রতি কোনো অভিযোগ আছে কিনা জানতে চাওয়া হলে ৩৮ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো ক্ষোভও নেই। প্রত্যেকেরই নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে এবং বিষয়টা হচ্ছে আপনি জিনিসগুলিকে ইতিবাচকভাবে দেখতে চান নাকি সেগুলিকে জটিল করতে চান। গত ১৮ বছর নাকি শেষ ছয় মাসের উপর ভিত্তি করে আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা। একদিক থেকে দেখলে অন্যরকম মনে হবে, তবে নিরপেক্ষভাবে দেখলে সবকিছুই বোধগম্য হবে।’

দেশের হয়ে এখনো এক-দুই বছর খেলার সামর্থ আছে বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেছন, ‘ আমি মনে করি বাংলাদেশের হয়ে খেলার যোগ্য। বেশিরভাগ মানুষই চায় যে দেশের হয়ে খেলে অবসর নিই এবং আরও কিছুদিন চালিয়ে যাই। বিশ্বাস করি এখনো এক বা দুই বছর খেলতে পারব। যদি কিছু ঘটে থাকে সেটা সদিচ্ছা দিয়েই ঠিক করা যেতে পারে। আর সেই সদিচ্ছা আসতে হবে শীর্ষ পর্যায় থেকে।’

সূত্র: ডেইলি সান

মন্তব্য

রশিদের সঙ্গে রিশাদের তুলনা করলেন ইংল্যান্ডের ব্যাটার

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
রশিদের সঙ্গে রিশাদের তুলনা করলেন ইংল্যান্ডের ব্যাটার
পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারির ক্যাপকে দেখিয়ে দিচ্ছেন রিশাদ হোসেন। ছবি : লাহোরের এক্স থেকে

পারফরম্যান্স দেখে বোঝার উপায় নেই প্রথমবারের মতো বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নেমে একের পর এক পারফরম্যান্সে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার। 

স্পিন মায়ার মতোই রিশাদের প্রতি আকৃষ্ট হচ্ছেন লাহোর কালান্দার্সের মালিক ও খেলোয়াড়রা। অভিষেক ম্যাচের পারফরম্যান্সে প্রশংসা কুড়িয়েছেন মালিক সামিন রানার।

সঙ্গে বেশ কিছু ক্লাব সতীর্র্থদেরও। সেই তালিকায় ছিলেন স্যাম বিলিংসও। গতকালকের পারফরম্যান্সে আরো বড় প্রশংসা পেয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটারের কাছ থেকে।

আরো পড়ুন
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

 

রিশাদের বোলিং বর্তমান সময়ের অন্যতম লেগ স্পিনার রশিদ খানের কথা মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন বিলিংস।

তিনি বলেছেন, ‘রিশাদের কথা বলতেই হবে, তরুণ ছেলেটি এসেই যেভাবে বোলিং করছে... প্রথমবার তার বোলিং সরাসরি দেখছি আর একসঙ্গে খেলছি। অবিশ্বাস্য সে। এই সংস্করণে রিস্ট স্পিনার খুবই গুরুত্বপূর্ণ। মাঝের ওভারগুলোয় উইকেট শিকারের অন্যতম একটি উপায়।
সে অসাধারণ। সর্বশেষবার যখন এখানে খেলেছি তখন দেখেছি মাঝের ওভারগুলোয় পেস আক্রমণকে দারুণভাবে সঙ্গ দিতেন রশিদ খান। এবার একই কাজ সে করছে। সঙ্গে ভালো লাগছে পেসাররাও তাদের সম্ভাবনার সবটুকু কাজে লাগাচ্ছে।’

আরো পড়ুন
লাহোরের মালিকের চোখে রিশাদ ‘গেম চেঞ্জার’

লাহোরের মালিকের চোখে রিশাদ ‘গেম চেঞ্জার’

 

অভিষেক ম্যাচে কোয়েটা গø্যাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ।

ফিরতি ম্যাচে আরো দুর্দান্ত ২২ বছর বয়সী লেগ স্পিনার। এবার করাচি কিংসের হয়ে ২৬ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। এতে দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও বাংলাদেশের লেগ স্পিনার। তার সমান ৬ উইকেট কোয়েটার স্পিনার আবরার আহমেদের থাকলেও সর্বোচ্চ উইকেটশিকারির টুপি ‘ফজল মাহমুদ ক্যাপ’ রিশাদের মাথায় শোভা পাচ্ছে।

ক্যাপ মাথায় আঙুল দিয়ে দেখানো রিশাদের সেই ছবি সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করে লাহোর লিখেছে, ‘স্পিনিং ম্যাজিক! পিএসএলের ১০ম আসরে সর্বোচ্চ উইকেটশিকারির ফজল মাহমুদ ক্যাপ রিশাদ হোসেনের।’

প্রাসঙ্গিক
মন্তব্য

এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
এক ম্যাচ নিষিদ্ধ এমবাপ্পে
এমবাপ্পের লাল কার্ড দেখার মুহূর্তটি। ছবি : এএফপি

শাস্তির সংবাদ শুনলেও তাতে স্বস্তির নিঃশ্বাসই ফেলতে পারেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য শুধু এমবাপ্পে নন, স্বস্তির খবর রিয়াল মাদ্রিদের জন্যও। কেননা মারাত্মক ফাউলটি করার শাস্তি হিসেবে কয়েক ম্যাচ নিষিদ্ধ হওয়ার একটা শঙ্কা ছিল। 

সেই শাস্তি গতকাল ১ ম্যাচের হয়েছে।

এতে লা লিগায় রিয়ালের পরবর্তী ম্যাচে স্কোয়াডের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে। লস ব্ল্যাঙ্কোসদের পরে ম্যাচ অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে। গতকাল রাতে শাস্তির কথা নিশ্চিত করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ কঠিন চ্যালেঞ্জে খেলতে নামার আগে নিশ্চয়ই এই সংবাদ স্বস্তির।

আরো পড়ুন
এমবাপ্পে অপরাধের শাস্তি পেয়েছে, বলছেন রিয়াল কোচ

এমবাপ্পে অপরাধের শাস্তি পেয়েছে, বলছেন রিয়াল কোচ

 

গত রবিবার আলভাসের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে বাজে ফাউলটা করেন এমবাপ্পে। ম্যাচের ৩৮ মিনিটে প্রতিপক্ষের মিডফিল্ডার অ্যান্তোনিও ব্ল্যাঙ্কোর পায়ে ভয়ংকরভাবে ট্যাকল করেন ফ্রান্সের ফরোয়ার্ড। শুরুতে হলুদ কার্ড দেখালেও পরে ভিএআরের সহায়তায় লাল কার্ড দেখাতে বাধ্য হন রেফারি।

ফাউলটা যে বিপজ্জনক ছিল তা দ্বিধাহীনভাবে মেনে নিয়েছিলেন রিয়ালের ডাগআউটে দাঁড়ান সেদিনের প্রধান কোচ দাভিদ আনচেলত্তি।

কার্ড নিষেধাজ্ঞার কারণে সেদিন ডাগআউটে থাকতে পারেননি কার্লো আনচেলত্তির। পরিবর্তে দায়িত্ব পালন করেছেন রিয়ালের সহকারী ও তার ছেলে দাভিদ। এমন ফাউল করার পর এমবাপ্পে ক্ষমা চেয়েছেন বলেও রিয়ালের সহকারী কোচ জানিয়েছিলেন।

আরো পড়ুন
এমবাপ্পে-ভিনিদের পকেট ভারীর প্রস্তাব দিলেন রিয়ালের সভাপতি

এমবাপ্পে-ভিনিদের পকেট ভারীর প্রস্তাব দিলেন রিয়ালের সভাপতি

 

ক্ষমা করে দিয়েছেন ব্ল্যাঙ্কোও। আলাভেসের মিডফিল্ডার বলেছেন, ‘সত্যি বলতে ফাউলটা মারত্মক ছিল।

তবে ফুটবলে এমনটা ঘটে। গুরুত্বপূর্ণ হয়েছে বুঝতে পেরে কিলিয়ান ক্ষমা চেয়েছে। এটা নিয়ে আর বাড়াবাড়ির প্রয়োজন নেই।’
 

প্রাসঙ্গিক
মন্তব্য

ভয় ধরিয়ে দিয়েও বার্সালোনার শেষ চার ঠেকাতে পারল না ডর্টমুন্ড

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ভয় ধরিয়ে দিয়েও বার্সালোনার শেষ চার ঠেকাতে পারল না ডর্টমুন্ড

বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার আগে মিরাকল কিছু করে দেখানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের কোচ নিকো কোভাচ। তার শিষ্যরা ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে সেই মঞ্চও তৈরি করেছিল। তবে কাছাকাছি গিয়েও শেষে বাস্তবে ফলটা নিজেদের করে নিতে পারেনি ডর্টমুন্ড। অবশ্য ঠিকই বার্সেলোনাকে ভয় ধরিয়ে দিয়েছে তারা।

বিশেষ করে হ্যাটট্রিককারি সেরহেউ গুইরাসি। তার হ্যাটট্রিকেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৩-১ গোলে জয় পেয়েছে ডর্টমুন্ড। কিন্তু প্রথম লেগে ৪-০ ব্যবধানে হেরে যাওয়ায় দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। ২০১৯ সালের পর মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শেষ চারে জায়গা পেল কাতালান ক্লাব।

বার্সাকে আজ বাঘে পেয়েছিল ডর্টমুন্ড। ঘরের মাঠে শুরু থেকে আক্রমণ করতে থাকে বরুসিয়া ডর্টমুন্ড। তার ফলও পেতে পারত শুরুতেই। গোলরক্ষক ভয়েচেক সেজনি ও ডিফেন্ডারের বদান্যতায় রক্ষা পায় বার্সেলোনা।

তবে খুব বেশিক্ষণ গোলবার অক্ষত রাখে পারে না কাতালান ক্লাব। ম্যাচের ৯ মিনিট ভুল করে বসেন সেজনি। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে গোলবার ছেড়ে বেরিয়ে এসে পাসকেল গ্রোবকে ফাউল করে বসেন বার্সার গোলরক্ষক। ভিএআরে কিছু সময় কথা বলে পেনাল্টির সিদ্ধান্ত দেন ইতালিয়ান রেফারি মরিজিও মারিয়ানি। 

সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেননি গুইরাসি।

পানেনকা কিকে ১১ মিনিটে হলুদ বাহিনীদের আনন্দে ভাসান তিনি। ১৬ মিনিটে আরেকটি গোলও পিয়েছিল ডর্টমুন্ড। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ৩৬ মিনিটে বাঁ প্রান্তে একটা সুযোগ পেয়েছিলেন করিম আদেইমি। তবে তার নেওয়া জোরাল শটটি প্রতিহত করেন সেজনি। ৩৯ মিনিটে প্রথমবারের মতো আক্রমণের সুযোগ পায় বার্সা। কিন্তু ডর্টমুন্ডের ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও টাচ জোরাল হওয়ায় জুলস কুন্দের শট নেওয়ার আগেই বল ধরে ফেলেন গোলরক্ষক গ্রেগর কোবেল। 

বিরতির পর পরেই লিড বাড়ানোর দারুণ সুযোগ তৈরি করে ডর্টমুন্ড। তবে ৪৮ মিনিটের আক্রমণকে সফল হতে দেননি সেজনি। পর পর দুইবার সেভ করেন তিনি। শুরুতে আদেইমির শট পরে পাসকেলের। কর্নারের বিনিময়ে প্রতিহত করলেও ডর্টমুন্ড ঠিকই গোল আদায় করে নেয়। সতীর্থর নেওয়া কর্নারে হেড দেন রামি বেনসাবানি। তাতে মাথা ছুঁইয়ে বার্সার জালে জড়িয়ে দেন প্রথম গোলের নায়ক গুইরাসি। তবে ৫ মিনিট পরেই আত্মঘাতী গোল হজম করে বসে বার্সার ওপর দারুণ ছড়ি ঘোড়ানো ডর্টমুন্ড। রবার্ট লেভানডফস্কিকে উদ্দেশ্য করে ৫৪ মিনিটের সময় ডান প্রান্ত থেকে ডি-বক্সে ক্রস করেন ফেরমিন লোপেজ। তা প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন বেনসাবানি। ৬৪ মিনিটে বার্সাকে সমতায় ফেরানোর এবার দারুন সুযোগ পান লোপেজ নিজেই। কিন্তু ডি-বক্স থেকে শট নেওয়ার সুবর্ন সুযোগ পেয়েও বারের ওপর দিয়ে মারলেন বার্সার ফরোয়ার্ড।

অন্যদিকে সুযোগ পেয়ে হ্যাটট্রিক করতে ভুল করেননি গুইরাসি। ৭৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গিনির স্ট্রাইকার। তার হ্যাটট্রিক গোলটির একটা ধন্যবাদ পেতে পারেন জুলিয়ান ডুরানভিল। ডান প্রান্তে প্রতিপক্ষের ডিফেন্ডারদেও বোকা বানিয়ে দারুণ পাস বাড়ান ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। শুরুতে রোনাল্ড আরাউহো ক্লিয়ার করলে সামনে থাকা গুইরাসি বল পেয়ে জালে জড়িয়ে দেন। ৩-১ গোলে এগিয়ে উজ্জীবিত ডর্টমুন্ড দুই মিনিট পরে আরেকটি গোল করেছিল। কিন্তু এবারও অফসাইডের ফাঁদে গোলটা পাওয়া হয়নি জার্মান ক্লাবের। পরে আরো কিছু আক্রমণ করলেও কোচ কোভাচের চাওয়া অলৌকিককে বাস্তবে পরিণত করতে পারেননি ডর্টমুন্ডের খেলোয়াড়রা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যেতে না পারলেও বার্সার অপরাজেয় যাত্রা অবশ্য থামিয়েছে তারা। হ্যান্সি ফ্লিকের অধীনে ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর হার দেখেছে বার্সা।

ডর্টমুন্ডের মতোই দুর্দান্ত খেলে শেষ চারে যাওয়া হয়নি অ্যাস্টন ভিলারও। তারাও ঘরের মাঠ ভিলা পার্কে ৩-২ গোলে জিতেও আশাহত হয়েই মাঠ ছেড়েছে। কেননা দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানের জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পিএসজি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ