kalerkantho


টপ অব দ্য ডে

১৩ আগস্ট, ২০১৭ ০০:০০টপ অব দ্য ডে

শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজে আবারও শতরান করলেন শিখর ধাওয়ান। ক্যান্ডিতে বিস্ফোরক ব্যাটিংয়ে খেলেছেন ১১৯ রানের ঝলমলে ইনিংস। যেটি তিনি সাজিয়েছেন ১২৩ বলে ১৭টি চারে। তাঁর এ শতরানে ভর করে হোয়াইটওয়াশের স্বপ্নে বিভোর ভারতের শুরুটাও হয় স্বপ্নিল। টস জিতে ব্যাটিংয়ে নেমে লোকেশ রাহুলকে নিয়ে ডাবল ১৮৮ রানের জুটি গড়ে শক্ত ভিতে ভারতকে দাঁড় করিয়ে দেন গল জয়ের নায়ক ধাওয়ান।


মন্তব্য