kalerkantho


ধাওয়ানের সেঞ্চুরির পর শ্রীলঙ্কার লড়াই

অন্যান্য   

১৩ আগস্ট, ২০১৭ ০০:০০টস জিতে বড় স্কোর, এরপর স্পিন ফাঁদে প্রতিপক্ষকে নাকাল করা—উপমহাদেশের পিচে টেস্ট জয়ের অন্যতম কৌশল। পাল্লেকেলেতে সিরিজের শেষ টেস্টে ভারতও এগোচ্ছিল সেই চিত্রনাট্য মেনে।

টস জিতে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল গড়েন ১৮৮ রানের জুটি। তাতে বড় স্কোরের ভিত পায় ভারত। তবে দুই স্পিনার লক্ষ্মণ সানদাকান ও মালিন্দা পুষ্পকুমারা ম্যাচে ফিরিয়েছেন স্বাগতিকদের। গতকাল ৬ উইকেটে ৩২৯ রানে প্রথম দিন শেষ করেছে ভারত। পুষ্পকুমারা তিন আর সানদাকান নেন দুই উইকেট। শিখর ধাওয়ান ১১৯, চোট কাটিয়ে ফেরা লোকেশ রাহুল ৮৫ আর বিরাট কোহলি ফিরেছেন ৪২ রানে।

লোকেশ রাহুল চোট কাটিয়ে ফেরাটা স্মরণীয় করেছেন দুর্দান্ত ফিফটিতে। তাতে টানা সাত টেস্টে ৫০ ছাড়ানো ইনিংস খেলার অনন্য কীর্তিও গড়েন এ ওপেনার। এ কীর্তিতে নাম লিখিয়েছেন এভারটন উইকস, অ্যান্ডি ফ্লাওয়ার, শিবনারায়ণ চন্দরপল, কুমার সাঙ্গাকারা, ক্রিস রজার্সদের পাশে।

ক্রিকইনফো

ভারত : ৯০ ওভারে ৩২৯/৬ (ধাওয়ান ১১৯, রাহুল ৮৫, কোহলি ৪২, অশ্বিন ৩১; পুষ্পকুমারা ৩/৪০, সানদাকান ২/৮৪)।


মন্তব্য