kalerkantho


সিমি-ম্যাকব্রাইনের ব্যাটে পার আইরিশরা

১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ক্রীড়া প্রতিবেদক : এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্য প্রান্ত ঠিক আগলে রাখলেন সিমি সিং। আয়ারল্যান্ড জাতীয় দলের হয়ে দুটি ওয়ানডে খেলা এই মিডল অর্ডার ব্যাটসম্যান করলেন সেঞ্চুরিও। তাঁর সঙ্গে স্বীকৃত ব্যাটসম্যানরা কেউ জমলেন না। কিন্তু জমে গেলেন ১০ নম্বর ব্যাটসম্যান অ্যান্ড্রু ম্যাকব্রাইন। তাঁর ব্যাটেও দেখা মিলল ফিফটির। তাতেই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সফরের একমাত্র আন-অফিশিয়াল টেস্ট ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে আড়াই শ পেরিয়েছে আয়ারল্যান্ড ‘এ’ দলের প্রথম ইনিংস। জমে যাওয়া এ দুই ব্যাটসম্যানকেই ফেরানো স্বাগতিক দলের সফলতম বোলার মেহেদী হাসানের সৌজন্যে আইরিশদের গুটিয়ে দেওয়া গেছে ২৫৫ রানে। জবাবে বাংলাদেশ ‘এ’ দল ওপেনার জাকির হাসানের উইকেটটি হারিয়ে চার দিনের ম্যাচের প্রথম দিন শেষ করেছে ৩৮ রানে।

আইরিশ ওপেনার জেমস শ্যাননকে ফিরিয়ে শুরুতেই প্রথম আঘাত হানেন পেসার এবাদত হোসেন। এরপর সানজামুল ইসলাম তুলে নেন জ্যাক টেক্টরকেও। পরের ওভারে আক্রমণে এসেই অফস্পিনার মেহেদী ফেরান আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নিকে। সুবাদে ২৯ রানেই ৩ উইকেট খুইয়ে বসে সফরকারীরা। সেখান থেকে চতুর্থ উইকেটে শন টেরিকে (২০) নিয়ে ৭৯ রানের বিপর্যয় সামলানো পার্টনারশিপে সিংহভাগ অবদান সিমি সিংয়েরই। এবাদত (২/২৬) এই পার্টনারশিপ ভাঙার পর দ্রুত কিছু উইকেট তুলে নেন জাতীয় দল থেকে বাদ পড়া পেসার কামরুল ইসলাম রাব্বিও (২/৪৫)। তখনই দলকে একাই টানতে থাকা সিমি সিং রুখে দাঁড়ান ম্যাকব্রাইনকে নিয়ে। ৬৬ বলে ফিফটি করা সিমি তিন অঙ্ক ছুঁয়েছেন ১৩৮ বলে। ১৫৯ বলে খেলা তাঁর ১২১ রানের ইনিংসে ১৯ বাউন্ডারির সঙ্গে  রয়েছে চারটি ছক্কাও।মন্তব্য