kalerkantho


দুবাইয়ে গ্রীষ্মের খরতাপে বরফ আর বরফ!

কালের কণ্ঠ অনলাইন   

২৬ জুলাই, ২০১৭ ১৫:৩১



দুবাইয়ে গ্রীষ্মের খরতাপে বরফ আর বরফ!

গ্রীষ্মে বরফ নিয়ে মেতে ওঠার সুযোগ কি সহজ কথা!

দুবাইয়ে শুরু হয়েছে 'গ্রীষ্মের তুষারপাত' উৎসব। দুবাইল লেডিস ক্লাস চালু করলো 'দুবাই লেডিস আইস বিচ' ফেস্টিভ্যাল। এর মাধ্যমে ক্লাবের সদস্য এবং আগত অতিথিরা পানি ও বরফ নিয়ে খেলায় মেতে উঠতে পারবেন। নারী আর বাচ্চারা এই মেলা দারুণ উপভোগ করবে বলে আশা করছেন উদ্যোক্তারা। আগস্টের শেষ পর্যন্ত চলবে এই মেলা। 

এই উদ্যোগের পেছনে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দুবাইয়ের মতো গরমের দেশে চলছে গ্রীষ্ম। আর এই সময় লেডিস ক্লাবের এই আয়োজন সবাইকে আগ্রহী করে তুলেছে। বাচ্চা আর মেয়েরা ইতিমধ্যে আনন্দে মেতে উঠেছেন। সময়সূচিতে বলা হয়েছে, প্রতি শুক্র ও শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে মেলা। একেবারে আগস্টের শেষ পর্যন্ত উৎসবে মেতে উঠবে সবাই। একেবারে সৈকতে বসে উপভোগ করা যাবে বরফের স্পা। তাপমাত্রা থাকবে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে। এখানে ওখানে দাঁড়িয়ে আছে স্নো ডোম। ভেতরে ঢুকলেই বরফ আর বরফ। 

আরো আছে সৈকতের পাশে দোলনা, ফুড কোর্ট আর পানিতে খেলার ব্যবস্থা। 

বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে গোটা দুনিয়া থেকে পর্যটকরা চাইলেই এ সময়ের মধ্যে যেতে পারবেন। যদি সময় ও সুযোগ মেলে তাহলে আপনিও চলে যেতে পারেন। গ্রীষ্মের খরতাপে যদি বরফ উৎসবে মেতে ওঠেন, এ অভিজ্ঞতা কখনও ভুলবেন না আপনি।
সূত্র : দুবাই পোস্ট 


মন্তব্য