kalerkantho


ভ্রমণ : যেন পরাবাস্তব, গুপ্ত জলাধার

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৭ ১৮:২২ভ্রমণ : যেন পরাবাস্তব, গুপ্ত জলাধার

অনেকে ঘুরতে যাওয়ার পর পানিতে ঝাঁপাঝাঁপি আর সাঁতার ছাড়া অন্য কাজের কথা চিন্তাই করতে পারেন না। তাদের মূল আনন্দ সেখানেই। অনেকের কাছে তো নেশা। তাদের আগে পানিতে সময় কাটানোর অসাধারণ স্থান থাকাটাই শর্ত। পরে বাকি কী করা যায় তা ভাবেন। অনেকেরই দেখা মেলে যারা গোসল বা সাঁতারের জন্য আদর্শ স্থান বা অজানা কিন্তু অসাধারণ স্থানগুলো চষে বেড়ান। ভ্রমণপিয়াসীদের জন্য এখানে এমন কিছু বিস্ময়কর স্থানের কথা বলা হলো যা দেখলে জীবনের অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। এগুলো লোকচক্ষুর আড়ালে অবস্থান করে। প্রকৃতির খেয়ালে সৃষ্টি হয়েছে। 

১. সেনোতে দোস ওজোস। এর অবস্থান ম্যাক্সিকোর তুলুম-এ। বলা যেতে পারে, ছবি দেখে তার সিকি ভাগও অনুমান করতে পারবেন না। ক্রিস্টালের মতো স্বচ্ছ পানি এতে। কয়েক ডজন টানেল আর গুহার মাধ্যমে অন্য পুলে চলে যাওয়া যায়। 

 

২. তু-সুয়া ওসেন ট্রেঞ্চ দেখতে যেতে হবে লোতোফাগায়। এর অবস্থান সামোয়া দ্বীপের আপিয়াতে।

 

৩. ফিলিপাইন্সের সুরিগাওয়ের হিনাতুয়ানের এনচ্যান্টেড রিভার এমনই এক স্থান। 

 

৪. হাওয়াই দ্বীপের ওয়াহু এর মাওনাউইলি ফলস তেমনি স্থান, যেমনটা খুঁজছেন আপনি। 

 

৫. আরেক বিস্ময় গ্রিসের কিলকিসের এরামেল্ড লেক। 

 

৬. অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের হাবাসু ফলস গিয়ে দেখে আসুন। 

 

৭. ফ্লোরিডার ভারনোনের সাইপ্রেস স্প্রিংস-এ না গেলেই নয়। 

 

৮. মাল্টার মেলিয়েহার ড্রাগোনারা হোল এক অসাধারণ স্থান। 

 

সূত্র : বাজফিড মন্তব্য