kalerkantho


ভ্রমণ : রেলস্টেশনে স্বপ্নের আমেজ

কালের কণ্ঠ অনলাইন   

১৮ আগস্ট, ২০১৭ ১৯:৫৩ভ্রমণ : রেলস্টেশনে স্বপ্নের আমেজ

ভ্রমণে রেলভ্রমণটা সুখকর হয়ে ওঠে। বেশিরভাগ ক্ষেত্রেই রেলস্টেশনগুলো আবার দারুণ বিড়ম্বনার স্থান। মানুষের ভীড়, ঘামের গন্ধ আর হই চই মিলিয়ে সুখের দেখা মেলে না। তবে যারা বিশ্বের এখানে সেখানে ভ্রমণে যান, তাদের জন্য বেশ কয়েকটি মেট্রো স্টেশন স্বপ্নের ভ্রমণ দিতে পারে। এই স্টেশনগুলো অপরূপ সুন্দর হয়ে উঠছে দিনকে দিন। আর ভ্রমণটাও সুখকর। ওখানে গেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। এমনই কয়েকটির কথা জেনে নিন। কাজেই দৌড়ান কিংবা ভ্রমণে এসব স্থানে গেলে রেল ভ্রমণের অভিজ্ঞতা নিন। এগুলো ছবি দেখলেই আপনার এখনই ছুটে যেতে মন চাইবে। 

১. তাইওয়ানের কাউসিয়াংয়ের ফরমোসা ব্যুলেভার্দ স্টেশন। 

 

২. নিউ ইয়র্কের সিটি হল স্টেশন। 

 

৩. ইতালির ন্যাপলসের টলেডো মেট্রো স্টেশন। 

 

৪. চীনের শাংহাইয়ের বান্ড সাইটসিইং টানেল। 

 

৫. সুইডেনের স্টকহমের টি-সেন্ট্রালিয়ান স্টেশন। 

 

৬. সুইডেনের স্টকহমের আরেকটি স্টেশন দ্য ওয়াটার লিলি স্টেশন। 

 

৭. বেলজিয়ামের লিজে গুইলেমিন্স স্টেশন। 

 

৮. রাশিয়ার মস্কোর আরবাটস্কায়া স্টেশন। 

 

৯. জার্মানির ইউ-বান স্টেশন ওয়েস্টফ্রিডহফ। 

 

সূত্র : ইন্ডিয়া টাইমস 


মন্তব্য