kalerkantho


ভারতে উত্তরপ্রদেশের হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৩

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৭ ০১:৩৮ভারতে উত্তরপ্রদেশের হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৬৩

ভারতে বাবা রাঘবদাস মেডিক্যাল কলেজে শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৩। গতকাল রাত পর্যন্ত সংখ্যাটা ছিল ৩০। এদিন সকাল থেকে শিশুমৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। 

অভিযোগ, অক্সিজেনের অভাবে উত্তরপ্রদেশের এই হাসপাতালে শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। যদিও তা অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। ৬৩ জন শিশুর মৃত্যুর পর হাসপাতালের সুপারকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর।

গত পাঁচ দিন ধরে এই হাসপাতাল থেকে একের পর এক শিশু মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে শুরু করে। খবর পেয়ে বুধবার স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিংকে নিয়ে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে তিনি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। গাফিলতি প্রমাণিত হলে কাউকে ছাড়া হবে না বলে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।মন্তব্য