kalerkantho


যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৪ আগস্ট, ২০১৭ ০০:৩৪যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লোটেসভিল থেকে সাত মাইল দক্ষিণ-পশ্চিমে হেলিকপ্টার দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

রাজ্য পুলিশ জানিয়েছে, ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড ও ভার্জিনিয়ার স্টেট পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে। বনভূমি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

এর আগে শার্লোটেসভিলের মেয়র মিখায়েল সিগনার ও হাসপাতালের কর্মকর্তারা জানান, শহরটিতে শনিবার শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের সহিংসতার সময় একটি গাড়ি দুর্ঘটনায় অন্তত একজন নিহত ও অপর ১৯ জন আহত হয়েছে।


মন্তব্য