kalerkantho


ফিলিপাইনে ভূমিধসে নিহত ২

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০১:১৯ফিলিপাইনে ভূমিধসে নিহত ২

ফিলিপাইনের অন্যতম দ্বীপ লুজনে সোমবার রাত থেকে ভারী বর্ষণজনিত ভূমি ও কাদামাটি ধসে দুই কিশোর নিহত হয়েছে। ফিলিপাইনের এক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা মঙ্গলবার একথা জানায়।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা পরিষদের মুখপাত্র মিনা মারসিজন এক সংবাদ সম্মেলনে বলেন, ১৭ ও ১৪ বছর বয়সী দুই সহদর ভাই নিজ বাড়ির ভিতরে ছিল। মঙ্গলবার ওই বাড়িটি কাদামাটির প্রবল ধসে ভেসে যায়।

সেদেশের সরকারের বিভিন্ন সংস্থার কর্মীরা ম্যানিলার বন্যাপ্রবণ গ্রাম লেগুনা, বাতাঙ্গাস ও কুইজন প্রদেশের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়েছেন।


মন্তব্য