kalerkantho


ইংরেজিতে কথা বলার অপরাধে যুবককে মারধর

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০৩:২৮ইংরেজিতে কথা বলার অপরাধে যুবককে মারধর

ভারতের দিল্লি কনট প্লেসের একটা পাঁচতারা হোটেলের সামনে দাঁড়িয়ে বন্ধুর সাথে গল্প করছিল বাইশ বছরের ছেলেটি। আচমকাই পাঁচ জন ব্যক্তি তাকে ঘিরে ধরে বেধড়ক মারধর শুরু করে। অভিযোগ ছিল সাবলীল ভঙ্গিতে ইংরাজিতে কথা বলেছেন তিনি। এই অপরাধে চলতে থাকে উত্তম-মধ্যম।

শুধুমাত্র ইংরাজিতে কথা বলার অপরাধে দিল্লির বুকে মার খেতে হল ভারতের নয়ডার বাসিন্দা বাইশ বছরের বরুণ গুলাটিকে। কনট প্লেসের সামনে পাঁচতারা হোটেলে বন্ধু আমনকে ছেড়ে ফিরছিলেন বরুণ। গাড়ি ছিল পার্কিং প্লেসে। সেদিকে হাঁটা দিতেই অভিযুক্ত পাঁচজন তাকে ঘিরে ধরে। কেন বন্ধুর সাথে বরুণ সাবলীলভাবে ইংরেজিতে কথা বলছিল, বারবার এই প্রশ্ন করতে থাকে তারা। জবাব পাওয়ার আগেই শুরু হয় হাতাহাতি। তারপর তা গিয়ে দাঁড়ায় মারধরে। বেশ গুরুতর আহত হন বরুণ।

ঐ ঘটনায় মঙ্গলবারই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই তিনজনের মধ্যে একজন নয়ডায় কল সেন্টার চালায় ও একজন প্রপার্টি ডিলার বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে। বরুণের অভিযোগ, প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিল। তবে কী কারণে এই হামলা তা অবশ্য প্রাথমিক তদন্তে জানা যায়নি।


মন্তব্য