kalerkantho


দাউদ ইব্রাহিম পাকিস্তানে!

কালের কণ্ঠ অনলাইন   

২২ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৪৩দাউদ ইব্রাহিম পাকিস্তানে!

ছবি: ইন্টারনেট থেকে

উপমহাদেশের শীর্ষ আন্ডারওয়ার্ল্ড ডন পাকিস্তানেই বসবাস করছেন বলে জানিয়েছেন তার ভাই ইকবাল কাশকার। চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য জানান। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে দাউদের ভাই ইকবাল কাশকর জানিয়েছে, দাউদ ইব্রাহিম পাকিস্তানেই রয়েছে। দাউদের ভাইয়ের এই স্বীকারোক্তির কথা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন মুম্বাইয়ের এক পুলিশ কর্মকর্তা।

জিজ্ঞাসবাদে দাউদ সম্পর্কে কী কী তথ্য উঠে এসেছে পুলিশের হাতে?

পুলিশের দাবি, কাশকর তাদের হাতে দাউদের পাঁচটি ঠিকানা তুলে দিয়েছে। সেখানেই ঘুরেফিরে থাকে দাউদ। শুধু দাউদ-ই নয়, তার ভাই আনিস ইব্রাহিমও পাকিস্তানেই রয়েছে বলে জানায় সে। সম্প্রতি নিজের ভাইদের সঙ্গে চার-পাঁচ বার কথা বলেছে কাশকরের। দাউদ ফোন ট্যাপ হওয়ার আশঙ্কায় রয়েছে বলেও জানায় সে। তাই ভারতে আত্মীয়দের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছে দাউদ।

গত মঙ্গলবার চাঁদাবাজির মামলায় কাশকরকে মুম্বাই থেকে গ্রেপ্তার করে পুলিশ ও গোয়েন্দারা। গত দু’দিন ধরে চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। তার কাছ থেকে পাওয়া তথ্য অনেকটাই সাহায্য করবে বলে আশাবাদী পুলিশ। সূত্র: ইন্টারনেটমন্তব্য